UGC: পিএইচডির নিয়ম লঙ্ঘনের অভিযোগ, এই ৩ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ ইউজিসির

UGC Bans 3 Universities: ইউজিসি জানিয়েছে, এই তিন বিশ্ববিদ্যালয়ই পিএইচডির নিয়ম-নীতি উল্লঙ্ঘন করেছে। নোটিশও পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়কে, কিন্তু তাদের তরফ থেকে কোনো সন্তোষজনক উত্তর আসেনি।

Continues below advertisement

University Grant Commission: পিএইচডির নিয়ম উল্লঙ্ঘন করেছে এই ৩ বিশ্ববিদ্যালয়। আগামী ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল সেবি। এই বিশ্ববিদ্যালয়গুলি (PhD Norms) সবই রাজস্থানের। এই বিশ্ববিদ্যালয়গুলি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ (UGC) থেকে ২০২৯-৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তি নিতে পারবে না। যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নিষিদ্ধ (UGC Banned) ঘোষণা করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে চুরুর ওপিজেএস বিশ্ববিদ্যালয়, আলোয়ারের সানরাইজ বিশ্ববিদ্যালয় এবং ঝুনঝুনুর সিঙ্ঘানিয়া বিশ্ববিদ্যালয়।

Continues below advertisement

ইউজিসি জানিয়েছে, এই তিন বিশ্ববিদ্যালয়ই পিএইচডির নিয়ম-নীতি উল্লঙ্ঘন করেছে। ইউজিসির জারি করা নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিতে পিএইচডির নিয়মাবলি অনুসন্ধান ও পর্যালোচনা করার জন্য একটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করার বিষয়টি আগেই নজর এসেছিল ইউজিসির, সে ব্যাপারে নোটিশও পাঠানো হয়েছিল বিশ্ববিদ্যালয়কে, কিন্তু তাদের তরফ থেকে কোনো সন্তোষজনক উত্তর না পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিএইচডি ডিগ্রি গৃহীত হবে না

ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই তিন বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে পিএইচডি শিক্ষার্থীদের ভর্তি নেওয়া বন্ধ করতে হবে। এছাড়া এই ৩ বিশ্ববিদ্যালয়ের দেওয়া পিএইচডি প্রোগ্রামে ভর্তি না হওয়ার জন্য ইউজিসি পড়ুয়াদের সতর্ক করেছে। আধিকারিকরা জানিয়েছেন যে, চুরুর ওপিজেএস বিশ্ববিদ্যালয়, আলোয়ারের সানরাইজ বিশ্ববিদ্যালয়, ঝুনঝুনুর সিঙ্ঘানিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদত্ত পিএইচডি ডিগ্রিগুলি আর গৃহীত হবে না, সেগুলি আর বৈধ হিসেবে মানা হবে না।

আরও কিছু বিশ্ববিদ্যালয় ইউজিসির নজরে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন যে সমস্ত প্রতিষ্ঠানে পিএইচডির নিয়ম মানা হচ্ছে না, সেই প্রতিষ্ঠানগুলির উপরে নজর রাখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের মান পরীক্ষা করছে ইউজিসি, এই পর্যালোচনা এখনও চলছে। পিএইচডির নীতি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, 'এই ধরনের প্রতিষ্ঠান চিহ্নিত করে সেখানে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করা হবে'। ভারতের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক স্তরে শক্তিশালী রাখার জন্য এই কাজ করা হবে।

ইউজিসি এর আগেও ২১টি ভুয়ো বা নকল বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল ২০২৪ সালের মে মাসে। দেশজুড়ে চলছিল এই বিশ্ববিদ্যালয়গুলি যেগুলির ইউজিসির কাছে কোনো রেজিস্ট্রেশন ছিল না। এর মধ্যে উল্লিখিত ছিল কলকাতারও দুটি প্রতিষ্ঠানের নাম।

আরও পড়ুন: NEET UG 2025: অনলাইনে নয়, কাগজ-পেনে ; NEET পরীক্ষার বদল নিয়ে বড় ঘোষণা NTA- র

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola