নয়াদিল্লি: শীর্ণ চেহারা দেখে আঁতকে উঠেছিলেন সকলেই। প্রাথমিক পর্বে সবকিছু ঠিকঠাক আছে বলা হলেও, ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের স্বাস্থ্য নিয়ে এবার উদ্বেগ ধরা পড়ল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র অন্দরেও। NASA-র চিকিৎসকরা সুনীতার স্বাস্থ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, পৃথিবী থেকে তা নিয়ে সহযোগিতা জোগানো হচ্ছে বলে জানিয়েছে আমেরিকার New York Post. (Sunita Williams)


সম্প্রতি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনীতা এবং ব্যারির একটি ছবি সামনে আসে, যা দেখে আঁতকে ওঠেন সকলে। কারণ ছবিতে সুনীতাকে আগের চেয়ে অনেক বেশি শীর্ণকায় দেখায়। চোখ-মুখ কার্যত শুকিয়ে ছোট হয়ে গিয়েছে বলে চোখে পড়ে। সুনীতার পাশে থাকা ব্যারিরও স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে ধরা পড়ে। সেই নিয়ে উদ্বেগ ছড়ালে NASA জানায়, সুনীতা এবং ব্যারি সুস্থ আছেন। (Science News)


কিন্তু এখন জানা যাচ্ছে, বিশেষ করে সুনীতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন NASA-র চিকিৎসকরা। দীর্ঘ সময় আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকলে শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ে। পুরুষদের তুলনায় মেয়েরা অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। তাই সুনীতার শরীরে যাতে যথেষ্ট শক্তি থাকে, সেই চেষ্টা চালাচ্ছেন NASA-র বিজ্ঞানীরা। (NASA News)


আমেরিকার সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন NASA-র এক কর্মী। তিনি বলেন, "ওজন অনেকটা কমে গিয়েছে। হাড়ের উপর শুধু চামড়া বসানো রয়েছে। আপাতত ওঁকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই প্রাধান্য পাচ্ছে।" মহাকাশ অভিযানে যাওয়ার আগে শারীরিক পরীক্ষায় উতরে গিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। কিন্তু মহাকাশে মাত্র আট দিন থাকার কথা ছিল তাঁদের, যা দীর্ঘায়িত হতে হতে কয়েক মাস পেরিয়ে গিয়েছে, থাকতে হবে আরও কয়েক মাস। 


আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর ক্রু ড্রাগন ক্যাপসুল সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনবে। ইতিমধ্যেই ১৫৫ দিন মহাকাশে কাটিয়ে ফেলেছেন সুনীতা এবং ব্যারি। আরও প্রায় চার মাস সেখানেই থাকতে হবে। তাই কতটা লড়তে পারবেন তাঁরা, উদ্বেগ দেখা দিয়েছে। 


NASA সূত্রে জানা যাচ্ছে, মহাকাশে থাকতে গেলে উচ্চ ক্যালরি যুক্ত খাবার খেতে হয়, ৩৫০০-৪০০০ ক্যালরি। পাশাপাশি, রোজ দু'ঘণ্টা করে শরীরচর্চাও জরুরি। এতে পেশী এবং হাড়ের গঠন মজবুত থাকে। এর আগে মহাকাশে ম্যারাথন দৌড়ে নজির গড়লেও, এবার সুনীতা অনেকটা পিছিয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। এই অবস্থা থেকে ফিরতে হলে অন্তত ৫০০০ ক্যালরি শরীরে যেতে হবে। আপাতত সেদিকেই নজর NASA-র চিকিৎসকদের। ওই ছবি সামেন আসার আগেই সুনীতার স্বাস্থ্য ফেরানোর প্রক্রিয়া শুরু হয় বলে জানা গিয়েছে।