UGC NET Registration: সহকারী অধ্যাপক এবং রিসার্চ ফেলো নিয়োগ করা হয় ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে। এই বছর প্রথম নেট পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হল আজ থেকে। জুন মাসের এই ইউজিসি নেট ২০২৪-এ যারা বসতে চান, তাঁদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন (UGC NET 2024) করিয়ে নিতে হবে নির্দিষ্ট দিনের মধ্যেই। বিগত বছরের রীতি মেনে এই বছরও জুন সাইকেলের নেট পরীক্ষার ফর্ম ফিলাপ তথা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হল এপ্রিল মাস থেকেই। ২৭ মার্চ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই আগে থেকে জানিয়েছিল ইউজিসি কর্তৃপক্ষ।


গুরুত্বপূর্ণ তারিখ চোখ বুলিয়ে নিন


২১ এপ্রিল থেকেই চালু হয়ে গিয়েছে ইউজিসি নেট পরীক্ষার (UGC NET 2024) রেজিস্ট্রেশন। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত। ১১ মে পর্যন্ত এই পরীক্ষার আবেদনের ফি জমা দেওয়া যাবে। আবেদনের সময় কোনও ভুল হয়ে থাকলে পরীক্ষার্থীরা আগামী ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে সেই ভুল সংশোধন করতে পারবেন ওয়েবসাইট থেকেই। আবেদনের ফি কেবলমাত্র অনলাইনেই জমা করা যাবে।


কবে হবে পরীক্ষা


ইউজিসি নেটের (UGC NET 2024) বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে আগামী ১৬ জুন ২০২৪ হবে আয়োজিত হবে ইউজিসি নেট পরীক্ষা। বছরে দু'বার করে এই পরীক্ষা হয়। একবার জুন মাসে এবং একবার ডিসেম্বর মাসে। ২০২৪ সালে প্রথম নেট পরীক্ষার সূচি প্রকাশিত হল, রেজিস্ট্রেশনও শুরু হল। এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা সহকারী অধ্যাপক, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং পিএইচডিতে ভর্তির জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।


পরীক্ষা পদ্ধতি


মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে ইউজিসি নেট ২০২৪-এ। পরীক্ষা হবে পেন-পেপার মোডে, ওএমআর শিটে। সিবিটি মোডে এবার পরীক্ষা নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ পরীক্ষায় থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং পরীক্ষা হবে একটানা, বিরতি ছাড়া।


আবেদনের ফি


ইউজিসি নেট পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ১১৫০ টাকা। অন্যদিকে SC/ST বা তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য আবেদনের ফি রাখা হয়েছে ৩২৫ টাকা।


ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: UPSC Results 2023: UPSC জয় করে সোজা বাবার অফিসে, খুশির খবর দিতেই... দেখুন সেই আবেগঘন ভিডিয়ো


Education Loan Information:

Calculate Education Loan EMI