Result Update: শীঘ্রই ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করবে ডিসেম্বর, ২০২৩ পর্যায়ের ইউজিসি নেট পরীক্ষার ফলাফল। যারা যারা পরীক্ষা দিয়েছিলেন, খুব সহজেই ইউজিসি নেটের (UGC NET) অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পরীক্ষার (UGC NET Results) ফলাফল জানতে পারবেন। বিগত ৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে আয়োজিত হয়েছিল এই নেট পরীক্ষা। কীভাবে, কোথায় দেখা যাবে নেট-এর ফলাফল ?


২০২৩ সালের ডিসেম্বর মাসে সারা দেশের মোট ২৯২টি শহরে ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা নিয়েছিল NTA NET। মোট ৯,৪৫,৯১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবার। এর আগে ৩ জানুয়ারি প্রকাশ পেয়েছিল পরীক্ষার প্রভিশনাল অ্যানসার কি। এমনকী এনটিএ-র তরফে এও জানানো হয় যে প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ জানানোর জন্য ২০০ টাকা পেমেন্ট করার কথা। ৮ জানুয়ারি প্রকাশ পেয়েছিল নৃতত্ত্ব বিষয়ের অ্যান্সার কি এবং ১০ জানুয়ারি এনটিএ-র পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় অবজেকশন জানানোর পোর্টাল।


কীভাবে জানবেন পরীক্ষার ফলাফল


যে সমস্ত পরীক্ষার্থীরা ডিসেম্বর ২০২৩-এর ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিলেন, তারা নিম্নলিখিত উপায়ে খুব সহজেই ঘরে বসে নিজেদের ফলাফল এবং র‍্যাঙ্ক দেখতে পারেন।



  • ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in.-এ যেতে হবে প্রথমে।

  • তারপর একটি পেজ ওপেন হবে যেখানে পরীক্ষার্থীকে নিজের সব লগ ইন তথ্য দিতে হবে।

  • এরপর সাবমিট অপশনে প্রেস করলেই নিজের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থী।

  • ফলাফল একবার দেখে নিয়ে সহজেই তা ডাউনলোড করে নেওয়া যাবে।

  • একই রেজাল্টের একটি হার্ডকপিও চাইলে পরীক্ষার্থীরা প্রিন্ট করে রেখে দিতে পারেন।

  • অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ugcnet.ntaonline.in, DigiLocker app, UMANG app ইত্যাদির মাধ্যমেও পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারেন।

  • মূলত ফলপ্রকাশের ৯০ দিনের মধ্যে এই ফলাফলের গ্রেড কার্ড পরীক্ষার্থীকে ডাউনলোড করে নিতে হয়। তারপর আর ডাউনলোড করা সম্ভব নয়।


দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ' প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এই ইউজিসি নেট (UGC NET)। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে এই বছর। কম্পিউটার-নির্ভর পরীক্ষা। প্রতিদিন দু’টি পর্বে তিন ঘণ্টা ধরে চলেছে পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়েছে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত।


আরও পড়ুন: UPSC: 'তাঁর মতো ভুল আর কেউ না করুক', GSI-তে সপ্তম হয়ে পরীক্ষার্থীদের 'সাহায্যের বার্তা' বঙ্গ সন্তানের


Education Loan Information:

Calculate Education Loan EMI