UGC Recruitment 2023: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)অতিরিক্ত সচিব পদে নিয়োগের(Jobs) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সব মিলিয়ে ২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র UGC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। যোগ্যতার নিয়ম এবং মানদণ্ডের সংক্ষিপ্ত বিবরণ নীচে দেওয়া হল।


Vacancy: ইউজিসিতে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের নির্বাচন হবে সাক্ষাৎকারের মাধ্যমে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে পাশাপাশি এই ধরনের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিতে হবে। 


ইউজিসি নিয়োগ পরীক্ষার ফি:
প্রার্থীদের অবশ্যই পরীক্ষার ফি হিসাবে 600 টাকা(OBC-এর জন্য 300 টাকা এবং SC/ST/PWD-এর জন্য 150 টাকা) দিতে হবে৷ আবেদনের ফি ডেবিট/ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইনে জমা দিতে পারবেন।  আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।


আবেদন প্রক্রিয়া:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র UGC ওয়েবসাইট www.ugc.gov.in-এ অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের সঙ্গে প্রশংসাপত্রের যথাযথভাবে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি "দ্য আন্ডার সেক্রেটারি (প্রশাসন-আই/এএন্ডবি) রুম নং 204, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাহাদুর শাহ জাফর মার্গ, নিউ দিল্লি-110 002-এ জমা দেওয়া যেতে পারে। 10.10.2023 তারিখে বা তার আগে রেজিস্টার/স্পিড পোস্টের মাধ্যমে এটি জমা দিতে হবে।


বেতন কত হবে চাকরিপ্রার্থীদের


প্রবেশন পিরিয়ড থাকবে এক বছরের। এই ক্ষেত্রে পে লেভেল ১৩এ হিসাবে ১,৩১,১০০ টাকা থেকে ২,১৬,৬০০ টাকা দেওয়া হবে। সপ্তম বেতন কমিশন অনুসারে দেওয়া হবে এই বেতন। এ ছাড়াও বেতনের আলাদা কাঠামো হয়েছে।


কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। 
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:
আবদনের শেষ তারিখ: 10-10-2023


Agniveer Vayu Recruitment 2023: ইন্ডিয়ান এয়ার ফোর্স (IAF) অগ্নিবীর বায়ু (স্পোর্টস কোটায়) পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার (Indian Air Force)  অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে শুধুমাত্র চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।


Jobs: অগ্নিবীর বায়ু নিয়োগের পোস্টের বিশদ বিবরণ:
কোন কোন খেলায় হবে নিয়োগ
অ্যাথলেটিক্স, হ্যান্ডবল
বাস্কেটবল, কাবাডি
সাইক্লিং, স্কোয়াশ
সাইকেল, পোলো , সাঁতার
ক্রিকেট , ভারোত্তোলন
ফুটবল, ভলিবল
হকি , ওয়াটার পোলো


Indian Air Force : ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এই তারিখের মধ্যে করা যাবে আবেদন


 


Education Loan Information:

Calculate Education Loan EMI