Fake Post Alert: পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের কিছু কিছু অংশে মোট ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। 'অপারেশন সিঁদুর'-এর (UGC Alert) আবহে বেশ কিছু ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। এর মধ্যে একটি খবর সম্প্রতি ছড়িয়ে পড়েছে যে এই যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। আর একইসঙ্গে ছাত্র-ছাত্রীদের (Fake Post Alert) বাড়ি ফিরে যাওয়ার নির্দেশিকাও নাকি দেওয়া হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে যে এমন কোনও নির্দেশিকা সরকারের তরফে জারি করা হয়নি।  

যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে দ্রুত এই ভাইরাল পোস্ট যে আদপে ভুয়ো তা জানানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের সকলকে ইউজিসি জানিয়েছে এই ধরনের ভুয়ো খবরে যেন তারা কেউ বিশ্বাস না করেন। এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যে।

কোনও পরীক্ষা বাতিল হয়নি

অফিসিয়াল এক্স হ্যান্ডলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি পোস্ট (Fake Post Alert) করে জানিয়েছে, 'ইউজিসির নামে একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই পোস্টে বলা হচ্ছে ইউজিসি সমস্ত পরীক্ষা বাতিল করে দিয়েছে যুদ্ধ পরিস্থিতির জেরে। আমরা স্পষ্ট করে জানাচ্ছি যে ইউজিসি এই ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি। এই বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে ভুয়ো।'

ইউজিসি আবারও জানিয়েছে যে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানানো (UGC Alert) হবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল সমাজমাধ্যমে। এই ধরনের গুজব ছড়ানো আইনি অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপারেশন সিঁদুরের পরেই ছড়ানো হচ্ছে গুজব

অপারেশন সিঁদুর সম্পন্ন হওয়ার ঠিক পরে পরেই এই পোস্ট ভাইরাল হয়ে যায়। এই অপারেশন সিঁদুরে ভারতিয় বায়ুসেনা পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর যোগ্য প্রতিশোধ নিয়েছে ভারত। এই সমস্ত ঘাঁটিতে মূলত জঈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার মত সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা আত্মগোপন করেছিল।

ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আবেদন করেছে সমস্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের যাতে তারা শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং সমাজমাধ্যমে প্রচারিত তথ্যের উপরেই বিশ্বাস করেন। কোনও ধরনের গুজবে তারা যেন কান না দেন। সমস্ত পরীক্ষা সূচি মেনে নির্ধারিত সময়েই আয়োজিত হবে বলেই আশ্বাস দিয়েছে ইউজিসি।


Education Loan Information:

Calculate Education Loan EMI