Job News: আধার দফতরে চাকরির সুযোগ। UIDAI-এর দফতরে এবার কর্মী নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে (UIDAI Recruitment) নিয়োগ হবে। ৫৬ বছরের মধ্যে হলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন। লোভনীয় বেতনের এই চাকরিতে আবেদন কীভাবে করবেন ? কারাই বা আবেদনের যোগ্য জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
UIDAI দফতরে (UIDAI Recruitment) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং অ্যাকাউন্ট্যান্ট পদে ২ জন কর্মী নিয়োগ হবে। সংস্থার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তি।
কাজের মেয়াদ
এই চাকরি কোনও স্থায়ী পদে হবে না। এটি একটি অস্থায়ী চুক্তিভিত্তিক কাজ। ৫ বছরের ডেপুটেশন পিরিয়ডে নিয়োগ হবে এই পদে। তবে ৩ বছর পর্যন্ত এই সংস্থা প্রয়োজনে কম সময়ের মেয়াদেও কর্মী নিয়োগ করতে পারে।
বয়সসীমা
আধার দফতরে এই পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আবেদনের শেষ দিনের আগে এই বয়স হতে হবে প্রার্থীর।
বেতন কাঠামো
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন হবে ন্যূনতম ৩৫,৪০০ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে ১,১২,৪০০ টাকা। অন্যদিকে অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ হলে প্রার্থীর মাসিক বেতন হবে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
কী যোগ্যতা লাগবে
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য সরকারি কোনও সংস্থায় পে ম্যাট্রিক্স ৫ম লেভেলে বেতন সহ ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। লেভেল ৪ বেতনক্রমে থাকলে ৫ বছর এবং লেভেল ৩ ক্রমের বেতনে থাকলে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অ্যাকাউন্ট্যান্ট (UIDAI Recruitment) হিসেবে কাজের জন্য একই অভিজ্ঞতা দরকার এবং এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কমার্স বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন বা লিগাল বা হিউম্যান রিসোর্স বাজেটিং ইত্যাদি নানা বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য প্রার্থীর ফিনান্স, অ্যাকাউন্টিং বা বাজেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা UIDAI দফতরে এই পদে আবেদনের (UIDAI Recruitment) জন্য প্রথমেই সংস্থার ওয়েবসাইট থেকে এই আবেদনপত্র পূরণ করে সম্পূর্ণ নথি সহ নির্ধারিত ঠিকানায় ডাকযোগে পাঠাবেন নির্দিষ্ট দিনের মধ্যে। এই পদে আবেদন পত্র পাঠানোর শেষ দিন আগামী ৩০ মে ২০২৪।
আরও পড়ুন: Madhyamik Result HS Result:লোকসভা ভোট আবহে কবে বেরোচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল?
Education Loan Information:
Calculate Education Loan EMI