কলকাতা: ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২৪ (UPSC CSE exam 2024) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল কমিশন। ১৪ ফেব্রুয়ারি থেকে আবেদন করা যাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য। আগ্রহী প্রার্থীদের ইউপিসি-এর মূল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সব মিলিয় ১০৫৬টি শূন্যপদ তৈরি হয়েছে ২০২৪ সালে। আইএএস, আইপিএস ও আইআরএস অফিসারদের বেশ কিছু পদ শূন্য রয়েছে। সেই পদেই নিয়োগ শুরু হল। এই পদে আবেদন করার জন্য পোর্টাল ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে। এর ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত আবেদন সংশোধন করা যাবে।


মোট শূন্যপদের সংখ্যা  - ১০৫৬ টি। আইএএস, আইপিএস ও আইআরএস পদে এই নিয়োগ হবে।


আবেদনের তারিখ - ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।


আবেদন সংশোধনের তারিখ - ৬ মার্চ থেকে ১২ মার্চ।


আবেদনের খরচ  - ১০০ টাকা।


আবেদনের যোগ্যতা - ভারতীয় হতে হবে। বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিশেষ শ্রেণিভুক্তরা নিয়মমাফিক সুবিধা পাবেন। যেকোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।


কীভাবে আবেদন (UPSC CSE exam 2024 application process)



  • প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 

  • সেখানে লেটেস্ট আপডেটস-এর উপর ক্লিক করতে হবে। সেখানে থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন পেজে রিডাইরেক্ট করবে সাইট।

  • এবার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। 

  • এই সময় যে লগইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। তাই দিয়ে লগইন করতে হবে।

  • লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। 

  • সেখানে সমস্ত তথ্য পূরণ করতে হবে।

  • এর পর প্রয়োজনীয় নথি আপলোড করত হবে সাইটে।

  • আবেদনের ফি জমা দিতে হবে পরের ধাপে।

  • এর পর সাবমিট ক্লিক করে ফর্মের একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে।


ইউপিএসসি প্রিলিমস পরীক্ষার তারিখ - ২৬ মে ২০২৪।


ইউপিএসসি মেইনস পরীক্ষার তারিখ - ২০ সেপ্টেম্বর ২০২৪।


কারা কতবার ইউপিএসসি পরীক্ষা দিতে পারবেন ?



  • অসংরক্ষিত শ্রেণি ৬ বার।

  • ওবিসি ৯ বার।

  • পিডব্লিউডি ৯ বার।

  • এসসি ও এসটি যতবার ইচ্ছে ততবার এই পরীক্ষা দিতে পারবেন।


প্রিলিম পরীক্ষার প্যাটার্ন (UPSC CSE exam 2024 exam pattern)



  • পেপার ওয়ান জিএস-এ ১০০টি প্রশ্ন থাকে। পেপার টু সিএসএটি-তে ৮০ টি প্রশ্ন থাকে।

  • ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা হয়।

  • প্রতি পেপারের জন্য দুই ঘন্টা করে চার ঘন্টার পরীক্ষা।

  • প্রতি পেপারের জন্য ২০০ করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা।

  • দুই পেপারেই মেধার ভিত্তিতে ৩৩ শতাংশ পেলে পাশ

  • একতৃতীয়াংশ নেগেটিভ মার্কিং 


ডিসক্লেইমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন। শুভেচ্ছা।


আরও পড়ুন - IRCTC Recruitment: IRCTC-তে অ্যাডমিন পদে নিয়োগ- কত শূন্যপদ, কীভাবে আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI