কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে ইউপিএসসি ২০২৩-এর চূড়ান্ত ফলাফল (UPSC 2023 Results)। সারা দেশের মধ্যে ১০৬১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায়। সিভিল সার্ভিসের মেধাতালিকায় শীর্ষে উঠে এসেছে আদিত্য শ্রীবাস্তবের নাম। প্রথম দশের মধ্যে আছেন অনিমেষ প্রধান, অনন্যা রেড্ডি প্রমুখরা। কিন্তু বাংলা থেকেও এই বছর বেশ কয়েকজন পরীক্ষার্থী ইউপিএসসিতে সফল হয়েছেন। তালিকায় উঠে এসেছে ১৫-১৬ জন পরীক্ষার্থীর নাম। এদের মধ্যে বাংলার (Bengal Toppers UPSC) একটি খ্যাতনামা সরকারি ইউপিএসসি কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীই ৭ জন।
বাংলা থেকে কতজনের স্থান মেধাতালিকায়
বাংলাতেও বহু ছাত্র-ছাত্রী প্রতি বছরই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং তাঁদের মধ্যে গুটিকতক পরীক্ষার্থী শিরোনামেও উঠে আসেন মেধার জোরে। এবারেও তাঁর অন্যথা হয়নি। ১৫-১৬ জন পরীক্ষার্থী বাংলা থেকে এই বছর পরীক্ষা দিয়েছিলেন ইউপিএসসি (UPSC 2023 Results)। বাংলার সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন ৭ জন। এদের মধ্যে রয়েছেন অঙ্কিত আগরওয়াল, ব্রততী দত্ত, গৌতম ঠাকুরি, অনুশা সরকার, রিমিতা সাহা, পারমিতা মালাকার এবং মহম্মদ বুরহান জামান। অন্যদিকে দার্জিলিংয়ের মেয়ে জয়শ্রী প্রধানও এবছর ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন।
কার কত র্যাঙ্ক হল
জয়শ্রী প্রধান- ৫২
অঙ্কিত আগরওয়াল – ২৯৭
ব্রততী দত্ত – ৩৪৬
গৌতম ঠাকুরি – ৩৯১
অনুশা সরকার – ৪২৬
রিমিতা সাহা – ৫৬৬
পারমিতা মালাকার- ৮১২
মহম্মদ বুরহান জামান- ৮২২
কর্ণাটকের বিশ্বেশ্বরা টেকনোলজিকাল ইউনিভার্সিটি থেকে বিই পাশ করেছেন অঙ্কিত আগরওয়াল। ভুবনেশ্বরের ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে মাস্টার্স পাশ করেছেন ব্রততী দত্ত। জেএনইউ থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন গৌতম ঠাকুরি। অনুশা সরকার ভূগোল নিয়ে স্নাতক উত্তীর্ণ হন লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এবং তারপর এনআইটি রৌরকেল্লা থেকে স্বর্ণপদক সহ মাস্টার্স উত্তীর্ণ হন। রিমিতা সাহাও স্বর্ণপদক পেয়েছেন এনআইটি দুর্গাপুর থেকে বি-টেক ডিগ্রি পাওয়ার সময়। তিনি আইআইটি দিল্লি থেকে এম টেকও পাশ করেছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক পাশ করেছিলেন পারমিতা মালাকার। ইউপিএসসি ২০২৩-এর পরীক্ষায় তাঁর র্যাঙ্ক ৮১২। সবশেষে শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক উত্তীর্ণ হয়ে ইউপিএসসি জয় করেন মহম্মদ বুরহান জামান। এরা সকলেই সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ছাত্র-ছাত্রী। অন্যদিকে ৫২ র্যাঙ্ক পেয়ে চমকে দিয়েছেন দার্জিলিংয়ের মেয়ে জয়শ্রী প্রধান। পশ্চিমবঙ্গ পুলিশ এবং দার্জিলিং পুলিশ বিভাগের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI