সমীরণ পাল, কলকাতা: IAS, IPS হওয়ার জন্য সর্বভারতীয় পরীক্ষা ইউপিএসসি অন্য়তম কঠিন একটি পরীক্ষা। তবে এর প্রস্তুতি নিতে এই রাজ্যের ছেলেমেয়েদের আর দিল্লি যাওয়ার প্রয়োজন নেই। UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্যের খতিয়ান তুলে ধরে এমনই বার্তা দিচ্ছে সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। মঙ্গলবার এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাংলার কৃতীরাও এই দিন ভাগ করে নিলেন তাঁদের অধ্যবসায় ও সাফল্যের কথা।


ইউপিএসসি মানেই আর 'দিল্লি চলো' নয়


ইউপিএসসি পরীক্ষা মানেই কারও কারও ধারণা, এর জন্য রাজধানীতে একনিষ্ঠভাবে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। কোচিং নিতে হয়। কিন্তু চিরাচরিত এই ধারণাকে বদলে দিচ্ছে সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার।  ২০২৩ সালের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় নজরকাড়া ফল করেছে বাংলার একাধিক পড়ুয়া। তাঁদের অনেকেই এই সেন্টার থেকেই কোচিং নিয়েছে। সবচেয়ে বড় কথাএর জন্য দিল্লি যেতে হয়নি। বাড়ির কাছাকাছি থেকে প্রস্তুতি নিয়ে সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন তাঁরা। ২০২১ সাল থেকে চালু হয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। IAS, IPS হওয়ার লক্ষ্য নিয়ে প্রতি বছর প্রায় ২৫০ থেকে ৩০০ জন প্রশিক্ষণ নেন স্টাডি সেন্টারে। ২০২৩ সালের UPSC পরীক্ষায় এ রাজ্যের অন্তত ১৬ জন চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।  তার মধ্যে ৭ জন পরীক্ষার্থী সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের।  ৭ জনের মধ্যে ৪ জন এই দিন হাজির হন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় কীভাবে সফল হওয়া যায়, সেই অভিজ্ঞতা ভাগ করে নেন তাঁরা। 


কী বলছেন কৃতীরা ?


UPSC-তে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৩৪৬ ব্রততী দত্তর। এই দিন এবিপি আনন্দকে তিনি বলেন, 'দিল্লিতে গেলেও আমাদের ব্রেন তো একই রয়েছে। দিল্লিতে গেলেও যে ব্রেন, এখানে থাকলেও সেই ব্রেন। এখানে যথেষ্ট ভাল ইকো সিস্টেম ও এনভারনমেন্ট রয়েছে। লাইব্রেরি রয়েছে, এখানে পিআর গ্রুপ (সহপাঠীদের সঙ্গে একসঙ্গে গ্রুপ স্টাডি) পেয়েছিলাম। যারা আগে সিনিয়র ছিলেন, তাদের থেকে গাইডেন্সও পেয়েছি।


আরেক কৃতীর কথায়...


পারমিতা মালাকারের অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৮১২। তিনি বলেন, 'আমি কলকাতায় থেকেই প্রস্তুতি নিয়েছি। কোন জিনিসটা কার প্রোফাইল অনুযায়ী ইম্পর্ট্যান্ট, তোমার প্রোফাইলে এটা আছে, তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে, সেই অনুযায়ী আর্টিকল ডিসকাস করা, মানে এই ধরনের পার্সোনালাইজড সাপোর্ট অন্য কোনও ইনস্টিটিউটে অন্য কোনও মেন্টর দেবেন কিনা, একটা বড় প্রশ্ন। এটা বেস্ট।'


কী বলছেন চেয়ারম্যান ?


অন্যদিকে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থর কথায়, দিল্লির সেরা শিক্ষক, জাতীয় স্তরের শিক্ষকরাই এখানে পড়ান। তাঁর কথায়, 'আমার মনে হয় না, দিল্লি যাওয়ার দরকার আছে পড়াশোনার জন্য। বাড়ির কমফোর্ট নিয়ে পড়বে। খাওয়াদাওয়া, থাকার কোনও প্রবলেম নেই। শেষ ২-৩ বছর ধরে ছেলেমেয়েরা ভাল ফল করছে বাংলা থেকে।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -UPSC Success Story: ইন্টারভিউয়ের আগে মাকে হারান অনিমেষ, UPSC-র দ্বিতীয় স্থান উৎসর্গ করলেন মাকেই


Education Loan Information:

Calculate Education Loan EMI