UPSC 2023 2nd Animesh Pradhan: ক্লাস টুয়েলভে পড়াকালীন নিজের বাবাকে হারিয়েছিলেন অনিমেষ। তার পর থেকে মা ছিল একমাত্র সর্বক্ষণের সঙ্গী। ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার জন্য হাতে বেশি সময় ছিল না সে কথা আগেই বুঝতে পেরেছিলেন অনিমেষ । কারণ মা ভুগছিলেন দুরারোগ্য ক্যানসারে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়। ইউপিএসসি ইন্টারভিউয়ের জন্য তৈরি হতে হতেই মাকে হারান তিনি। ক্যানসারে প্রয়াত হন অনিমেষের মা। কিন্তু তার পরেই যেন আসল লড়াই শুরু হল। নিকটতম আত্মীয়কে হারানোর পরেও মন শক্ত করে ইউপিএসসির শেষ ধাপের প্রস্তুতি নেন অনিমেষ। ইন্টারভিউ দেন। রেজাল্ট বেরোনোর পর জানা গেল শীর্ষ স্থানাধিকারীদের তালিকায় দ্বিতীয় তিনিই। প্রথম চেষ্টাতেই !


ছোট থেকেই মেধাবী


ওড়িশার তালচেরের বাসিন্দা অনিমেষের কাহিনি একদিকে যেমন স্তব্ধ করে দেয়, অন্যদিকে বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় — লড়াইয়ের। ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, অনিমেষ প্রধান দ্বিতীয় স্থান অর্জন করেছেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের মায়ের প্রয়াত হওয়াথ কথা জানিয়েছেন অনিমেষ। তাঁর কথায়, মা আর বেশিদিন নেই সে কথা জানা ছিল। তাই যে করেই হোক, ইউপিএসসি পরীক্ষায় সফল হতে চেয়েছিলেন তিনি। সফল হয়ে মাকে গর্বিত করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু ফল যেদিন প্রকাশিত হল, সেদিন তাঁর মা যাত্রা করেছেন পরলোকে। 


এত বিপর্যয় সত্ত্বেও


এত বিপর্যয় সত্ত্বেও কীভাবে প্রথম চেষ্টায় ইউপিএএসসি-তে দ্বিতীয় স্থান অর্জন করলেন অনিমেষ‌। এর উত্তরে ওই জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অধ্যাবসায় ও ধৈর্যের জোরেই তা সম্ভব হয়েছে‌। বিপর্যয় এসেছে, কিন্তু তা সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। 


কোনও কোচিং ছাড়াই


ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য কোনও কোচিং নেননি অনিমেষ। নিজেই পড়েছেন। দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা করতেন। তাঁর প্রাথমিক পড়াশোনা ওড়িশাতেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ওড়িশার রাউরকেল্লার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বি টেক ডিগ্রি পাশ করেছেন অনিমেষ। এর পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিফাইনারি ডিভিশনে চাকরি পান। সেখানে কাজ করতে করতেই পড়াশোনা চালিয়ে যান। চাপ ছিল, ছিল বিপর্যয়, তার পরেও মনোবল ভাঙ্গেনি, লড়াই করেই জয় সেরা স্থান অর্জন করেছেন অনিমেষ। 


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - UPSC Success Story: প্রথম চেষ্টাতেই UPSC-তে তৃতীয় ২২ বছরের অনন্যা, কোন স্ট্র্যাটেজিতে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI