Swati Mohan Rathod: ইচ্ছে থাকলে আর মনের ভিতরে স্বপ্ন, জেদ দানা বাঁধলে সব বাধা নিমেষে দূর করা যায়। দারিদ্র্য, অভাব কখনও শিক্ষার পথে সেভাবে বাধা হতে পারে না, এটাই আরও একবার প্রমাণ করে দিলেন ইউপিএসসি (UPSC Success Story) উত্তীর্ণ স্বাতী। স্বাতী মোহন রাঠোর (Swati Mohan Rathod)। ২০২৩-এর ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ৪৯২ র‍্যাঙ্ক অর্জন করেছেন তিনি। পড়াশোনার খরচ চালানর সামর্থ্য ছিল না, গয়না বন্ধক রেখে স্বাতীকে পড়িয়েছেন তাঁর মা। আর আজ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই কষ্টের দাম দিয়েছেন মহারাষ্ট্রের স্বাতী। কেমন ছিল তাঁর লড়াই ? কতটা কঠিন ছিল তাঁর যাত্রাপথ ?


পরিবারে ছিল আর্থিক অনটন


প্রবল আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে স্বাতীকে। মহারাষ্ট্রের সোলারপুরে তাঁর জন্ম হয় এবং সেখানেই তাঁর বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকেই দারিদ্র্য সহ্য করেই বড় হয়েছেন স্বাতী। তাঁর বাবা সবজি বিক্রি করে সংসার চালাতেন। মা ছিলেন গৃহবধূ। তাঁর পরিবারে স্বাতীর আরও তিন বোন ও এক ভাই ছিল। সক্লকেই কঠিন আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু তাতে স্বাতীর লক্ষ্য এক চুলও বিচলিত হয়নি। লক্ষ্যে অবিচল ছিলেন তিনি।


পড়াশোনা চালিয়ে গিয়েছেন স্বাতী


একটা স্থানীয় সরকারি স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্বাতী মোহন রাঠোর (UPSC Success Story) সোলারপুরের ওয়ালচাঁদ কলেজ থেকে ভূগোল নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হন। আর কলেজে পড়তে পড়তেই ইউপিএসসি পরীক্ষার ব্যাপারে জানতে পারেন তিনি। সেই থেকেই শুরু হয় কঠিন প্রস্তুতি।


পাঁচবারের চেষ্টায় ইউপিএসসি জয়


তবে স্বাতীর (Swati Mohan Rathod) সাফল্যের যাত্রাপথ মোটেও সুখকর ছিল না। একদিকে কঠিন দারিদ্র্য, তাঁর উপর একবার নয়, চারবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু তাতেও তাঁকে দমান যায়নি, হাল ছেড়ে দেননি স্বাতী। আবার মনোনিবেশ করেছেন পড়াশোনায় এবং অবশেষে পঞ্চমবারের চেষ্টায় তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে এক সাক্ষাৎকারে স্বাতী জানাচ্ছেন যে, পড়াশোনার খরচ জোগানর জন্য তাঁর মা নিজের গয়না পর্যন্ত বন্ধক রেখে দিয়েছিলেন। সমস্যায় নয়, বরং সমস্যার সমাধানের দিকে বেশি নজর দিলে খুব তাড়াতাড়ি সাফল্য আসে, এমনটাই মনে করেন স্বাতী মোহন রাঠোর।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Recruitment News: রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, আবেদন করবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI