UPSC Recruitment 2022: সরকারি চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) অ্যাসিস্ট্যান্ট জিওফিজিসিস্ট ছাড়াও বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 12 মে 2022 পর্যন্ত কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ অনলাইনে এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।


UPSC Jobs 2022: কোন কোন পদে হচ্ছে নিয়োগ ?
প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সব মিলিয়ে 67টি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। যার মধ্যে 22জন অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট, 40জন অ্যাসিস্ট্যান্ট জিওফিজিসিস্ট, 1টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর , 1জন সিনিয়র সায়েন্টিফিক অফিসার, 1জন সিনিয়র লেকচারারের পদে নিয়োগ করা হবে। আর ২জন সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ।


UPSC Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা সব পদের জন্য আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে।


UPSC Jobs 2022: বয়স সীমা


এই নিয়োগের অধীনে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ও অ্যাসিস্ট্যান্ট জিওফিজিসিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 30 বছরের বেশি হলে হবে না। তবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর ধরা হয়েছে। একই সঙ্গে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদের জন্য বয়সসীমা ৩৫ বছর ও সিনিয়র লেকচারার পদে ৫০ বছর রাখা হয়েছে।


UPSC Recruitment 2022: কোথায় আবেদন করবেন জানেন ?
আগ্রহী প্রার্থীরা 12 মে 2022 পর্যন্ত কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in-এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানেই বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা থেকে যাবতীয় কিছুর বিস্তারিত বিবরণ দেখতে পারবেন। পরবর্তীকালে সেই অনুযায়ী আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী। তবে এই ক্ষেত্রে সরকারি চাকরির সুযোগ হাতছাড়া করা উচিত নয় আবেদনকারীদের।


আরও পড়ুন : BOI Recruitment 2022:৬৯৬টি পদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এই ব্যাঙ্ক, যোগ্যতা কী লাগবে জানেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI