Education Loan Information:
Calculate Education Loan EMIরেল, ইউপিএসসি, এআইসিটিই-র শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 03:09 PM (IST)
করোনাভাইরাস রুখতে দেশে গত মার্চ থেকে লকডাউন জারি হয়েছিল। এখন লকডাউনের প্রক্রিয়া চলছে। এরইমধ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
নয়াদিল্লি: করোনাভাইরাস রুখতে দেশে গত মার্চ থেকে লকডাউন জারি হয়েছিল। এখন লকডাউনের প্রক্রিয়া চলছে। এরইমধ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এরমধ্যে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি), অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) ও রেলওয়ে। এরমধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন আবেদনের প্রক্রিয়া চলতি মাসেই শেষ হবে। ভালো বেতনের এই সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য রইল সেই চাকরির তালিকা, যেগুলির জন্য চলতি সপ্তাহেই আবেদন করতে হবে। এআইসিটিই রিক্রুটমেন্ট ২০২০: অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ডেটা অ্যানালিস্ট, ডেটা ম্যানেজার ও অন্যান্য শূন্য পদের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রত্যেক পদেই একটি করে শূন্য পদ। নির্বাচিত প্রার্থীর বেতন হবে লক্ষাধিক। aicte-india.org ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীদের ২৮ অক্টোবর পর্যন্ত আবেদন জানানোর সুযোগ থাকছে। ইউপিএসসি রিক্রুটমেন্ট ২০২০: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রকে নতুন শূন্য পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে। মোট শূন্য পদের সংখ্যা ৪৪। এরমধ্যে ১১ টি প্রতিরক্ষামন্ত্রকে ও ৩৩ স্বাস্থ্যমন্ত্রকে। -upsc.gov.in, upsconline.nic.in ওয়েবসাইটে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ৩০ অক্টোবরের মধ্যে আবেদন জানাতে হবে। আরআরবি রিক্রুটমেন্ট ২০২০: ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট, এনআরটিআই শিক্ষক ও অ-শিক্ষক বিভিন্ন পদের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোফেসর, অ্যাসোসিয়েট প্রোফেসর ও অন্যান্যা অ-শিক্ষক পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। প্রত্যেকটি পদের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হবে ১০ নভেম্বর। nrti.edu.in-এ আবেদন জানাতে পারেন আগ্রহী প্রার্থীরা। এসএসসি স্টোনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২০: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদের জন্য আবেদন চেয়েছে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ১০ অক্টোবর, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ssc.nic.in ওয়েবসাইটে আবেদন করা যাবে।