নয়া দিল্লি: ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল UPSC। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে ৩৪টি পদে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের upsc.gov.in-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।


ইউপিএসসি সিনিয়র গ্রেড ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে কত পদ খালি ?


ভাষার ওপর ভিত্তি করে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কোন কোন ভাষার জন্য কতজন লোক নিয়োগ করা হবে ?


হিন্দি- হিন্দির জন্য ৯ জনকে নিয়োগ করা হবে।
ইংরেজি- ইংরেজির জন্য তিনজনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ।
পঞ্জাবি- পঞ্জাবির জন্যও ৩জনকে নেওয়া হবে।
তেলেগু- তেলেগুর জন্য ৫ জনকে নিয়োগ করা হবে।
বাংলা- বাংলা ভাষার জন্য রয়েছে ১ জনের খালি পদ।
মারাঠি- এই ক্ষেত্রেও ৫ জনকে নিয়োগ করা হবে।
গুজরাতি- বাংলার মতো গুজরাতির বরাতেও একটি পদ খালি রয়েছে।
অহমিয়া- অহমিয়ার জন্য ২ জনকে নেওয়া হবে।
মণিপুরি- মণিপুরির জন্য রয়েছে দুটি খালি পদ।


ওড়িয়া- ওড়িয়ার জন্য তিনটি খালি পদে নিয়োগ হবে।


আবেদনের জন্য বয়সসীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হলে চলবে না।


শিক্ষাগত যোগ্যতা- সিনিয়র গ্রেড ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়াও ডিগ্রি, ডিপ্লোমা অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে জার্নালিজম বা মাস কমিউনিকেশনে। সর্বোপরি যে ভাষার জন্য চাকরিপ্রার্থী আবেদন করছেন, দশম শ্রেণি পর্যন্ত সেই ভাষা তার পাঠ্যক্রমে থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য কিছু নিয়ম শিথিল করা হবে।


কীভাবে ইউপিএসসি সিনিয়র গ্রেড ইনফরমেশন সার্ভিসের জন্য আবেদন করবেন ?


প্রথমে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
এবার রিক্রুটমেন্টের অধীনে 'Online Recruitment Application (ORA)'ক্লিক করুন।
এই কাজের পর 'অ্যাপ্লাই নাও'-তে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ নির্দেশ ও নিয়ম পড়ুন।
নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
আপনার বিষয়ে লিখে রেজিস্টার করুন।
রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
এবার নিয়ম মেনে আবেদনপত্র পূরণ করতে হবে আপনাকে।
সব হয়ে গেলে আবেদনপত্র জমা দিন।


আগামী ১২ অগাস্টের মধ্যে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ইউপিএসসি-র সাইটে ঢুকে আবেদন করতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI