UPSC Recruitment 2023: ৪৬টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে ইউপিএসসি, কোন কোন পদে রয়েছে চাকরি?

Jobs And Recruitments: আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। অনলাইনে যে অ্যাপ্লিকেশন জমা দেবেন প্রার্থীরা তা প্রিন্ট করানোর শেষ দিন ১৭ নভেম্বর। 

Continues below advertisement

UPSC Recruitment 2023: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সম্প্রতি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (Assistant Director) এবং অন্যান্য আরও অনেক পদের জন্য অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইন মাধ্যমে। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in- এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। মোট ৪৬টি শূন্যপদ রয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। অনলাইনে যে অ্যাপ্লিকেশন জমা দেবেন প্রার্থীরা তা প্রিন্ট করানোর শেষ দিন ১৭ নভেম্বর। 

Continues below advertisement

এবার দেখে নেওয়া যাক কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে

  • স্পেসালিস্ট গ্রেড থ্রি- ৭টি শূন্যপদ
  • অ্যাসিসট্যান্ট ডিরেক্টর- ৩৯টি শূন্যপদ
  • প্রফেসর- ১টি শূন্যপদ
  • সিনিয়র লেকচারার- ৩টি শূন্যপদ 

কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে

প্রথমে হবে রিক্রুটমেন্ট টেস্ট। তারপর থাকবে ইন্টারভিউ পর্ব। Recruitment Test (RT)- এখানে উত্তীর্ণ হলে ডাক পাবেন ইন্টারভিউতে। সেখানেও নির্দিষ্ট ক্যাটেগরিতে প্রার্থীদের একটা নূন্যতম যোগ্যতা অর্জন করতে হবে। তবে সব মিলিয়ে পাশ করবেন ওই প্রার্থী এবং যোগ্য হবেন চাকরির জন্য। 

অ্যাপ্লিকেশন ফি - কার জন্য কত ধার্য হয়েছে

মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। বাকিদের ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনও ব্রাঞ্চে গিয়ে হয় নগদে ২৫ টাকা দিতে হবে। অথবা ব্যবহার করতে হবে নেট ব্যাঙ্কিং পদ্ধতি। এছাড়াও Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI- এই সমস্ত পেমেন্ট মাধ্যমের সাহায্যে টাকা দেওয়া সম্ভব হবে। UPSC- এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত বাকি খুঁটিনাটি তথ্য সবিস্তারে দেওয়া রয়েছে।

কীভাবে আবেদন জানাবেন, দেখে নিন বিভিন্ন পর্যায়
  • ইউপিএসসি রিক্রুটমেন্ট ২০২৩- এর অফিশিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে যেতে হবে প্রার্থীদের। 
  • হোমপেজে হাইলাইটেড একটি লিঙ্ক দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে।
  • এবার নিউ লগ-ইন অপশনে ক্লিক করতে হবে।
  • যা যা বিবরণ চাওয়া হয়েছে সেই সব দিতে হবে এই পর্যায়ে।
  • রেজিস্ট্রেশন ফর্ম ভালভাবে ফিলআপ অর্থাৎ পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। 
  • এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশ ফি। 
  • এরপর সাবমিট বাটনে ক্লিক করতে।
  • সবশেষে ফর্ম ডাউনলোড করে রাখুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য স্ক্রিনশট নিয়ে রাখুন।

আরও পড়ুন- সিআইএসএফ- এর হেড কনস্টেবল পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola