Job News: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC), ইউপিএসসি- র লেকচারার পদে নিয়োগের অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। অন্যান্য পদেও রয়েছে চাকরির সুযোগ। যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in - এখানে গিয়ে আবেদন করা যাবে। মোট ১৫টি শূন্যপদ রয়েছে। ২৮ অগস্ট আবেদনের শেষ তারিখ। ২৯ অগস্ট অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেওয়ার শেষ দিন।
কোথায় কত শূন্যপদ রয়েছে বিশদে জেনে নিন
১। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর - ৩টি শূন্যপদ
২। লেকচারার (ইংরেজি) - ৫টি শূন্যপদ
৩। লেকচারার (অঙ্ক) - ৭টি শূন্যপদ
কারা আবেদন জানাতে পারবেন জেনে নিন
১। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর - এই পদে নিয়োগের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেতে হবে। অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনও শাখা কিংবা টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই ডিপ্লোমা ডিগ্রিও কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের থেকে পেতে হবে।
২। লেকচারার (ইংরেজি) - স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইংরেজিতে। বিএড ডিগ্রিও থাকতে হবে।
৩। লেকচারার (গণিত/অঙ্ক) - স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এই পদে নিয়োগের জন্য। অঙ্কে স্নাতকোত্তর ডিগ্রি থাকরে হবে। বিএড ডিগ্রিও থাকা প্রয়োজন।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, দেখে নিন
ইন্টারভিউয়ের মাধ্যমেই শুধুমাত্র যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হতে পারে আবেদনকারীদের মধ্যে থেকে। এছাড়াও নিয়োগের জন্য পরীক্ষা হতে পারে। তারপর ইন্টারভিউ হতে পারে। তবে যাই হোক না কেন, শ্রেণি অনুসারে নূন্যতম ৫০ নম্বর পেতে হবে অসংরক্ষিত শ্রেণি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের। ৪৫ নম্বর পেতে হবে ওবিসিদের। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের ৪০ নম্বর পেতে হবে। এইসব নম্বর ইন্টারভিউতে পেতে হবে। মোট নম্বর ১০০ থাকবে ইন্টারভিউ রাউন্ডে।
কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে জেনে নিন
সমস্ত শ্রেণির আবেদনকারীদের জন্য ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এসবিআই- এর যেকোনও ব্রাঞ্চের মাহদ্যমে পেমেন্ট করা যাবে। নগদে টাকা দেওয়া যাবে। আবার নেট ব্যাঙ্কিং পরিষেবাও থাকছে। Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI payment - এইসবের মাধ্যমেও টাকা দেওয়া যাবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, মহিলাদের জন্য কোনও আবেদন ফি ধার্য করা হয়নি। তবে জেনারেল, ওবিসি এবং ইকোনমিক উইকার সেকশনের জন্য কোনও ফি ছাড়ের ব্যবস্থা নেই। পুরো অ্যাপ্লিকেশন ফি-ই জমা দিতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI