নয়াদিল্লি : 'ভোট চুরি' প্রতিবাদ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড রাজধানীতে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানার উদ্দেশে রওনা দেয় দিল্লি পুলিশ। আটক হওয়া সাংসদদের তালিকায় রাহুল ছাড়াও প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষ-সহ আরও অনেকে রয়েছেন। SIR-এর বিরোধিতায় এদিন সংসদ চত্বর থেকে নির্বাচন  কমিশনগামী ওই মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। নিউ দিল্লির ডিসিপি দেবেশ কুমার মহলা জানান, 'নির্বাচন কমিশন থেকে ৩০ জন সাংসদের অনুমতি আছে। যেহেতু তাঁরা সংখ্যায় অনেক আছেন, তাই তাঁদের আমরা আটক করেছি। আমরা তাঁদের জানিয়েছি যে ৩০ জন সাংসদকে অনুমতি (নির্বাচন কমিশনে) দেওয়া হবে।'

এদিকে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগ। দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধীদের। অসুস্থ আরামবাগের সাংসদকে সাহায্য় করেন রাহুল-সহ অন্যরা। এর পাশাপাশি বাসের মধ্যে মধ্যে জ্ঞান হারান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র