ভদোদরা: মাত্র ১৩ বছর বয়সে দুর্ঘটনা কেড়ে নিয়েছে শিবম সোলাঙ্কির হাত ও পা। কিন্তু সেই প্রতিকূলতা তার কাছে বাধা হয়ে উঠতে পারেনি। কনুই দিয়ে লেখা রপ্ত করে নিয়েছে সে। এবার সামনে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। দশম শ্রেণীর পরীক্ষায় ৮১ শতাংশ নম্বর পেয়েছিল সে। নিজে নিজেই কনুই দিয়ে লেখার অভ্যেস করেছে সে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার আগে সংবাদসংস্থাকে শিবম বলেছে, আমি প্রস্তুত। আশা করছি, এবারও ভালো নম্বর পাব। দশম শ্রেণীর পরীক্ষার থেকেও ভালো নম্বর পাব বলে আশা করছি।



অন্যান্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিবম বলেছে, এটা আর একটা পরীক্ষা মাত্র। তাই এই পরীক্ষা নিয়ে বেশি চাপ না নেওয়ার জন্য অন্য পড়ুয়াদের কাছে আবেদন জানাচ্ছি। কারণ, কারুর সমগ্র জীবন কীভাবে চলবে, তা একটা পরীক্ষা দিয়ে নির্ধারিত হয় না। শুধুমাত্র ভালো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। নিজের ওপর চাপ বাড়িয়ে ফেললে হবে না।
শিবমের বাবা জানিয়েছেন, আমার ছেলে ওর স্কুল থেকে প্রচুর সাহায্য ও সমর্থন পেয়েছে। যখন ওর কোনও প্রয়োজন হয়, তখনই শিক্ষকরা ফোন করেছেন, বাড়িতে এসেছেন।

Education Loan Information:

Calculate Education Loan EMI