কলকাতা: পুরভোটে শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের দায়িত্বে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠকে রত্নাকে পাশে বসিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, ‘বেহালা পূর্বের তৃণমূলের কো-অর্ডিনেটর রত্না। তিনি কাউন্সিলরদের মধ্যে সমন্বয় রাখবেন।’
পার্থ আরও বলেন, ‘একজনকে জিতিয়েছিলাম, তিনি নিষ্ক্রিয়। কেউ নিষ্ক্রিয় থাকলে, দল নিষ্ক্রিয় থাকতে পারে না।’
প্রসঙ্গত, বান্ধবী বৈশাখী চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেও, বেশ কিছুদিন ধরেই রাজনীতির মূলস্রোতের বাইরে কলকাতার প্রাক্তন মেয়র শোভন। সম্প্রতি তাঁকে ফিরে আসার আর্জি জানিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। সেই পোস্টারে পদ্মফুল থাকলেও, কারা সেই পোস্টার লাগিয়েছে, সেটা স্পষ্ট নয়। এরই মধ্যে আজ পার্থর এই ঘোষণায় নয়া সমীকরণ তৈরি হল।
‘তৃণমূলের সঙ্গে সম্পর্কের চ্যাপ্টার ক্লোজড। রত্না থাকলে একমঞ্চে নয়, নেত্রীকে জানিয়েছিলেন শোভন। তারপরেও এই ঘোষণা শোভনকে উপেক্ষার সামিল’ তৃণমূলে রত্নার দায়িত্ব নিয়ে দাবি শোভনের ঘনিষ্ঠমহলের।
পুরভোটে শোভনের বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রত্না, তৃণমূলের সঙ্গে সম্পর্কের চ্যাপ্টার ক্লোজড, দাবি প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠমহলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2020 03:43 PM (IST)
পার্থ আরও বলেন, ‘একজনকে জিতিয়েছিলাম, তিনি নিষ্ক্রিয়। কেউ নিষ্ক্রিয় থাকলে, দল নিষ্ক্রিয় থাকতে পারে না।’
NEXT
PREV
পুর নির্বাচন, ২০২০ (municipal-corporation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -