কলকাতা : পরীক্ষার দামামা বেজে গিয়েছে। এখন চলছে কোমর বেঁধে পড়াশোনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে আজ পর্যদ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হল। West Bengal Board of Secondary Education এর অফিস থেকে আজই অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে স্কুলগুলি। স্কুল-প্রধানরা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প অফিস থেকে WBBSE মাধ্যমিকের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। নিয়মিত এবং প্রাইভেট (regular and private students) উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র দেওয়া হবে। শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। 
অ্যাডমিট কার্ড সংক্রান্ত কতগুলি জরুরি তথ্য জেনে নিন। 



  • ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।

  • ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড।

  • অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

  • সংশোধনের জন্য আবেদন করা যাবে ২০  ফেব্রুয়ারির মধ্যে। 

     WBBSE এর নোটিসে বলা হয়েছে,  ' মাধ্যমিক পরীক্ষা (Secondary Examination) 2023-এর প্রার্থীদের প্রবেশপত্র (নিয়মিত ও বহিরাগত) নিজ নিজ ক্যাম্প অফিসের মাধ্যমে বিতরণ করা হবে। ১৩ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বোর্ড দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা অবধি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি নিজ নিজ ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। পরীক্ষার্থীরা তাদের স্কুল থেকে  ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে"

    বিজ্ঞপ্তি অনুসারে,  WBBSE মাধ্যমিক প্রবেশপত্রে কোনও অসঙ্গতি পাওয়া গেলে, সংশ্লিষ্ট আঞ্চলিক কাউন্সিল অফিসগুলিকে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে লিখিতভাবে  জানাতে হবে। এই তারিখের পরে বোর্ড সংশোধনের অনুরোধ গ্রহণ করবে না।


    ২০২৩ সালের জন্য WBBSE  দশমের পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ২০২৩ পর্যন্ত চলবে।  সকাল ১১.৪৫ থেকে বিকাল ৩ টা পর্যন্ত পরীক্ষা হবে।  প্রথম ভাষা পত্র দিয়ে শুরু হবে এবং  ঐচ্ছিক  পত্র দিয়ে শেষ হবে।


    মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী



    • ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা

    • দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি

    • ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে

    • জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি

    • ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা

    • ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে

    • ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।                         

      আরও পড়ুন : 


    •  মৃতের সংখ্যা ৩৫ হাজার ছুঁইছুঁই, গণকবরস্থানে সারি সারি দেহ






 


Education Loan Information:

Calculate Education Loan EMI