কলকাতা: আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৪ এর ফলাফল। এ বছর এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন মাধ্যমিকের কৃতীদের নাম ঘোষণা করেন। প্রচলিত রীতি অনুযায়ী, মাধ্যমিকে মেধাতালিকা ঘোষণার পরই জানিয়ে দেওয়া হয় পরের বছরের মাধ্যমিকের দিনক্ষণ। এবছর অবশ্য সে পথে হাঁটল না মধ্যশিক্ষা পর্ষদ। 


তবে ১২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে ২০২৫-এ ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। যদিও এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন তা একটি 'Indicative Date'। এখনও দিনক্ষণ নিয়ে চূড়ান্ত কিছু স্থির করা হয়নি। পরে চূড়ান্ত হলে তা জানান হবে। 


এদিকে ব্রাত্য বসু আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন। জানিয়ে দিয়েছিলেন কোন বিষয়ে কবে পরীক্ষা। এক নজরে দেখে নেওয়া যাক কী কী? ১৪ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি অঙ্ক, ২৮ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।   


আরও পড়ুন, '১০ ঘণ্টা টানা পড়া, নিজেই নোটস তৈরি করেছি', ইঞ্জিনিয়ার হতে চায় মাধ্যমিকে তৃতীয় পুষ্পিতা


তবে সূত্রের খবর, শিক্ষামন্ত্রী টানা পরীক্ষার সুচি ঘোষণা করলেও ওই সপ্তাহে মাঝে বেশ কয়েকটি নির্ধারিত সূচী রয়েছে। ফলে ওই দিনক্ষণ পরিবর্তন করা হতে পারে। 


এদিকে, এবার ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়। দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকেও ৭ জন করে জায়গা পেয়েছে মেধা তালিকায়। কলকাতা থেকে একজন মেধা তালিকায় রয়েছে।  এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 


Education Loan Information:

Calculate Education Loan EMI