কলকাতা: প্রতিদিনের জীবনের সঙ্গে আমাদের অজান্তেই অনেক বিষয় জড়িয়ে থাকে। শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, কিছু বিষয় এমন থাকে যা দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে ওঠে। সরাসরি পাঠ্য বইয়ের সঙ্গে যোগাযোগ না থাকলেও যে বিষয়ের সঙ্গে নিবিড় জড়িয়ে থাকি আমরা। এমনই এক বিষয় সাধারণ জ্ঞান (General Knowledge) এবং কারেন্ট অ্যাফেয়ার্স (Cuurent Affairs)। এবিপি লাইভ WBCS মেনসের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করলেন পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনি  (Salboni) ব্লকের  জয়েন্ট বিডিও (Joint BDO) দেবব্রত কোনার।


এবিপি লাইভ: WBCS-GK-এর প্রস্তুতি শুরু করা যাবে কীভাবে


দেবব্রত কোনার: সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্সের বিস্তৃতি অনেক বড়। কোনও নির্দিষ্ট বই বা পাঠ্য পুস্তকের উপর নির্ভর করে প্রস্তুতি নেওয়া যায় না। এটা প্রতিদিনের অভ্যাসের বিষয়। তবে বেশ কিছু বই বা মাসিক ম্যাগাজিন আছে যেখানে টপিক দেওয়া থাকে। প্রস্তুতি শুরু করার সময় দেখতে হবে বিগত কয়েক বছরের প্রশ্নে কোন কোন অংশ থেকে প্রশ্ন এসেছিল। WBCS –এ বেশ কিছু প্যাটার্ন মেনে চলা হয়। যেমন উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, আন্তর্জাতিক পুরস্কার, চলচ্চিত্র, খেলার মতো অংশ থেকে প্রশ্ন আসতে পারে। অর্থনৈতিক সম্পর্কিত বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থার নাম মনে রাখতে হবে। একাধিক বিখ্যাত ব্যক্তির জন্ম, মৃত্যু, তাঁদের কাজ পড়তে হবে। সামাজিক বিষয়ের উপর লেখা বইয়ের নাম পড়তে হবে। প্রতিবছর আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন সামিট হয়, সেটাও পড়তে হবে।


এবিপি লাইভঅন্যান্য সরকারি চাকরির পরীক্ষার সঙ্গে WBCS-GK এবং Current Affairs এর পার্থক্য কোথায়?


দেবব্রত কোনার: কারেন্ট অ্যাফেয়ার্স বা GK-এর কোনও নির্দিষ্ট সিলেবাস হয় না। কোনও একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে, অন্যান্য পরীক্ষাতেও তা কাজে লাগবে। জিকে-র ক্ষেত্রে বিভিন্ন টার্ম কাজে লাগে। দেখা গেল, বায়োপসি এটা সায়েন্সের টার্ম কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও কাজে লাগে। বিভিন্ন দেশের রাজধানী, জায়গার বৈশিষ্ট্য সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। আর এই পড়াগুলো সবসময়ই যে পরীক্ষাতেই কাজে লাগে। আবার ভূগোলের অনেক অংশও কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জানা প্রয়োজন। অন্যান্য বিষয়ের যে প্রতিদিনের চর্চা রয়েছে তা ঠিকমতো করলে সাধারণ জ্ঞানটাও রপ্ত করা যাবে।  


এবিপি লাইভপ্রতিদিন কতক্ষণ সময় বরাদ্দ করা উচিত?


দেবব্রত কোনার: বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পেপার কাটিং করা যেতে পারে। শুধুমাত্র পড়া নয়, সেটাকেও মনেও রাখতে হয়। সব ঘটনা লিঙ্ক করতে হয়। এই যে এত ঘটনা ঘটছে সেটা যদি লিঙ্ক করি তাহলে মনে থাকবে। খবরের কাগজে বা ম্যাগাজিনে কোনও গুরুত্বপূর্ণ টপিক দেখলে, সেটা কেটে হাইলাইট করে প্রতিদিন পড়লে মনে রাখতে সুবিধা হবে। ওটাই আরেকটা বই তৈরি হয়ে গেল। পরীক্ষার আগে ওটাই দেখলাম। অন্যান্য বিষয়ের সঙ্গে পার্থক্য এটাই যে একটা টপিকের সঙ্গে অন্য টপিকের সামঞ্জস্য না থাকলেও ঘটনা কেন্দ্রিক বিষয় হওয়ায় মনে থাকে সহজে। যে কোনও অফটাইমে গল্পের বইয়ের মতো পড়া যায়। আবার দুজন-তিনজন বন্ধুদের সঙ্গে এই আলোচনা করলে সেটা অনেক বেশি উপযোগী হবে মনে রাখার ক্ষেত্রে।


এবিপি লাইভCurrent Affairs এর ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা কতটা


দেবব্রত কোনার: সংবাদমাধ্যমে যাঁরা রোজ চোখ রাখেন বা পড়েন তাঁদের ক্ষেত্রে এই বিষয়টা পড়া অনেক বেশি সহজ হয়। শুরু করার সময় একটু সমস্যা হতে পারে। কোন ধরনের খবর বাছাই করব এবং কোনটা বাদ দেব, সেটা একটু বুঝতে অসুবিধা হয় প্রথম দিকে। সবটা সিলেবাসের অংশ না হলেও চর্চা রাখতে হবে। ধরা যাক কোনও জায়গায় কোনও ব্যক্তি খুন হলেন সেটা হয়তো প্রয়োজন নেই। কিন্তু কোনও কিছু আবিষ্কার হলে অবশ্যই তা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সংবাদপত্র প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময় ধরে পড়তে হবে। খবর বা তথ্যের পাশাপাশি সংবাদপত্রে এডিটোরিয়াল পেজ থাকে। সেটা পড়তে হবে।


এবিপি লাইভGK-এর জন্য কি WBCS-এর অন্য কোনও বিষয়কেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত?


দেবব্রত কোনার: WBCS-এর ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন মূলত আসে ভারতের বিভিন্ন অংশ থেকে। আন্তর্জাতিক ক্ষেত্র মূলত আসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। সাধারণ জ্ঞানে যেমন ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিক স্থান গুরুত্বপূর্ণ। আবার ভূগোলের ক্ষেত্রে পর্বতমালা, উচ্চতম শৃঙ্গ নিয়ে প্রশ্ন আসতে পারে। আবার বায়োলজিরও কিছু টার্ম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অথবা কোনও কিছু আবিষ্কার, গবেষণার অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। শারীরবৃত্তীয় কোনও বিষয়, কোনও মেডিক্যাল টার্মও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 


এবিপি লাইভMCQ  না বই পড়া GK এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কোনটা বেশি গুরু্ত্বপূর্ণ?


দেবব্রত কোনার: প্রশ্নের ধরন MCQ হতে পারে, কিন্তু কোনও বিষয় জানার জন্য বা বোঝার জন্য বই পড়ার বিকল্প কিছু হতে পারে না। কোনও বিষয় সম্পর্কে পুরো তথ্য কিন্তু বই পড়ে পাওয়া যাবে। সাম্প্রতিক সময়ে প্রশ্নের ধাঁচে একাধিক পরিবর্তন এসেছে। তবে একটা সময় কিন্তু ব্যাখ্যা করতে হত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। শুধু ঠিক উত্তর মার্ক করে দেব এই অপশন ছিল না। ধরা যাক আইপিএল কোনও বিষয়, সেটা কিন্তু পুরোটা পড়তে হবে। বিগত বছরে ওই সংক্রান্ত প্রশ্নের উত্তর পড়ে গেলেই হবে না।


এবিপি লাইভএকাধিক ঘটনা মনে রাখতে হয়, এর সহজ উপায় কী?


দেবব্রত কোনার: এক্ষেত্রে সব সময় আমার মনে হয় গ্রুপ স্টাডি সবথেকে ভাল উপায়। নিজে নিজে পড়লে অনেক সময় বোঝা যায় না কতটা পড়লাম বা মনে থাকল। এক্ষেত্রে একে অন্যের পড়া ধরলে বুঝতে সুবিধা হবে, কতটা প্রস্তুতি নিয়েছি। এর পাশাপাশি চর্চা তো রয়েছেই। প্রতিদিন আধ ঘণ্টা থেকে ৪০ মিনিট এর মধ্যে ডুবে থাকতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI