WBCS Prelims Result 2022: প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) (WBPSC) - এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Prelims Result 2022)। যে প্রার্থীরা গতবছর এই পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন ২০২২ প্রিলিমস পিডিএফ ডাউনলোড করে রেজাল্ট দেখতে পাবেন। wbpsc.gov.in এই অফিশিয়াল পোর্টাল থেকে রেজাল্ট দেখার পিডিএফ ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থী। রেজাল্টের পাশাপাশি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস প্রিলিমসের এর কাট-অফ মার্কসও প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর এনরোল করে West Bengal Civil Services Result 2022 দেখতে পাবেন। গতবছর অর্থাৎ ২০২২ সালের ১৯ জুন এই প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল কমিশন। ৫৪৯৬ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে। 


কীভাবে দেখবেন WBCS 2022 Prelims- এর রেজাল্ট


স্টেপ ১- ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল পোর্টাল wbpsc.gov.in - এখানে যেতে হবে।


স্টেপ ২- এবার পরীক্ষার্থীদের যেতে হবে রেজাল্ট সেকশনে।


স্টেপ ৩- RESULTS OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2022 (ADVT. NO. 2/2022)- এই লিঙ্কে এবার ক্লিক করতে হবে।


স্টেপ ৪- এই লিঙ্কে ক্লিক করলে WBCS Prelims 2022 রেজাল্টের পিডিএফ পাওয়া যাবে। 


স্টেপ ৫- এবার রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে হবে।


স্টেপ ৬- ডাউনলোড করে নিতে পারবেন WBCS Prelims- এর মেরিট লিস্টের পিডিএফ।


স্টেপ ৭- ভবিষ্যতে কাজে লাগতে পারে তাই রেজাল্টের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। 


যাঁরা ডব্লুবিসিএস প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে এবং পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করা হবে। মেন পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের ইন্টারভিউ পর্বে সুযোগ দেওয়া হবে।


রাজ্যে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন


বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য়, শিক্ষা কমিশন তৈরিতে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। ২২শে অগাস্ট আবার বিধানসভার অধিবেশন শুরু হবে। তখন এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। স্বাস্থ্যের মতো শিক্ষাক্ষেত্রেও নানা সময় নানা অভিযোগ ওঠে। কখনও লাগামছাড়া ফি-বৃদ্ধি, তো কখনও এক স্কুলের সঙ্গে অন্য স্কুলের ফিতে কোনও সাযুজ্য না থাকার অভিযোগ করেন অভিভাবকরা। এই অবস্থায়, দীর্ঘদিন ধরেই শিক্ষা কমিশন তৈরির কথা ভাবনা-চিন্তা করা হচ্ছিল। ২০১৭ সালেই একবার, বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী। তখনই তাঁর মুখে শোনা গেছিল কমিশন তৈরির কথা। 


আরও পড়ুন- হাতে এক কোটি টাকারও বেশি 'পে প্যাকেজ', প্রযুক্তির নাড়িনক্ষত্র জানেন আইআইআইটি-র পড়ুয়া পলক


Education Loan Information:

Calculate Education Loan EMI