নয়া দিল্লি: লোকসভায় (Lok Sabha) বিরোধীদের পরাজিত (defeated) করে আস্থা ভোটে জয়ী হল এনডিএ সরকার (NDA Government)। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) বিতর্কে বক্তব্য রাখতে উঠে বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদি। 



  • 'এতদিন ধরে দেশকে হতাশ করেছেন, আরও একবার না হয় সেটাই করবেন'

  • '২০২৮ সালে ফের অনাস্থা প্রস্তাব আনবেন, তবে একটু তৈরি হয়ে আসবেন'

  • অনাস্থা প্রস্তাব নিয়ে ফের বিরোধীদের কটাক্ষ নরেন্দ্র মোদির

  • দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা বিরোধীদের, আক্রমণে মোদি

  • 'দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে, বুঝতে না পারলে চুপ করে বসে থাকুন'

  • 'দেশে মণিপুরের থেকেও বড় সমস্যা আছে, কিন্তু সবাই একসঙ্গে মিলে তা দূর করতে হবে'

  • 'রাজনীতি নয়, ব্যথা উপলব্ধি করে ওষুধের ব্যবস্থা করুন'

  • 'অনাস্থা প্রস্তাব না আনলে এতটা বলার সুযোগ পেতাম না, তাই বিরোধীদের ধন্যবাদ'


তাঁর ভাষণের মাঝেই প্রতিবাদ জানিয়ে কক্ষ থেকে ওয়াক আউট করেন কংগ্রেস-সহ বিরোধী জোটের সাংসদরা। এরপরই ধ্বনি ভোটে (voice vote) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়।


বিরোধী শিবিরকে নিশানা করে মোদি এদিন বলেন, 'দেশের যুবকদের নিয়ে চিন্তা নেই, নিজের দলকে নিয়ে চিন্তা বিরোধী দলগুলির। ৫ বছরেও কিছু করতে পারেননি বিরোধী দলেরা, আমরা তো সময় দিয়েছিলাম। তারপরও বিপক্ষ দলগুলি কিছুই করতে পারেনি। নিরাশার বদলে বিরোধীরা দেশকে কিছুই দিতে পারেনি। যাঁদের নিজেদের বহিখাতার ঠিক নেই, তাঁরা আমাদের থেকে হিসেব চাইছে এখন। 'বিরোধীদের যাঁদের খারাপ চান, তাঁদের ভাল হয়, এর উদাহরণ আমি নিজেই। ওদের পর নিশ্চয়ই কোনও বরদান আছে। আরও উদাহরণ দিচ্ছি। বললেন- ব্যাঙ্কিং, অর্থনীতি ডুবে যাবে। বিদেশ থেকে লোক এনে বলে গেল বিরোধীরা। এত খারাপ চেয়েছে অথছ এখন আমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্ক দ্বিগুণ মুনাফা দিচ্ছে। আমার এত খারাপ চেয়েছেন, অথচ ২০ বছর ধরে বেঁচে আছি তো আমি। এলআইসি আরও মজবুত হচ্ছে। যে যে সংস্থাকে বলেছে খারাপ হবে, তাঁরাই এখন মজবুত হচ্ছে। এইচএএল নিয়ে এত খারাপ কথা বলেছেন, সেই সংস্থা ডুবতে বসেছিল। এখন লক্ষ্মীলাভের মুখে। তাই বিরোধীরা খারাপ কিছু বললে তা দেশের জন্য ভাল'।        


আরও পড়ুন, 'মণিপুরে শান্তির সূর্যোদয় হবেই, দেশ আপনাদের সঙ্গে আছে', জানালেন মোদি