Success Story: চাকরি করতে করতে প্রস্তুতি, কোনও কোচিং ছাড়াই BDO-র পদে গার্গী

ব্যারাকপুর ১-এর বিডিও গার্গী দাস
WBCS Preparation: একটার পর একটা চাকরি পেরিয়ে WBCS অফিসার। ব্যারাকপুর ১-এর বিডিও-র গার্গী দাস টিপস দিলেন কীভাবে নিজে নিজে প্রস্তুতি নিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পাওয়া যায়।
কলকাতা: পরিচয় ছিল না 'WBCS' শব্দটার সঙ্গেও। চাকরি করতে করতেই প্রস্তুতি। তারপর একটার পর একটা সরকারি চাকরিতে যোগ। শেষমেশ লক্ষ্যভেদ। বি. ফার্ম নিয়ে পড়াশোনা করে বর্তমানে WBCS অফিসার। কীভাবে অসম্ভব
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


