WBCS Success Story: চাকরি ছেড়েছেন, এসেছে হতাশাও ; অদম্য মনোবলই দেবাশিসকে বসিয়েছে WBCS-এর চেয়ারে

ABP Exclusive: প্রতিযোগিতামূলক পরীক্ষা মানেই বিশেষ প্রস্তুতি়। কখনও সামনে আসে বাধা। সেই প্রতিকূল পরিস্থিতির পেরিয়ে কীভাবে সাফল্য সম্ভব? এবিপি লাইভকে লড়াইয়ের কথা জানালেন WBCS অফিসার দেবশিস রক্ষিত।

কলকাতা: কঠিন অধ্যাবসায় ছিল একমাত্র পথ। সাফল্য পেতে ছাড়তে হয়েছে কর্পোরেটের চাকরি। অর্থকষ্টের সম্মুখীনও হতে হয়েছে। হেরে যাওয়ার ভয় থাকলেও নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল বরাবরই। আর তাতে ভর

Related Articles