WBCS Success Story: চাকরি ছেড়েছেন, এসেছে হতাশাও ; অদম্য মনোবলই দেবাশিসকে বসিয়েছে WBCS-এর চেয়ারে

ফাইল ছবি
ABP Exclusive: প্রতিযোগিতামূলক পরীক্ষা মানেই বিশেষ প্রস্তুতি়। কখনও সামনে আসে বাধা। সেই প্রতিকূল পরিস্থিতির পেরিয়ে কীভাবে সাফল্য সম্ভব? এবিপি লাইভকে লড়াইয়ের কথা জানালেন WBCS অফিসার দেবশিস রক্ষিত।
কলকাতা: কঠিন অধ্যাবসায় ছিল একমাত্র পথ। সাফল্য পেতে ছাড়তে হয়েছে কর্পোরেটের চাকরি। অর্থকষ্টের সম্মুখীনও হতে হয়েছে। হেরে যাওয়ার ভয় থাকলেও নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল বরাবরই। আর তাতে ভর
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে