Success Story: কলেজ জীবনে হারান বাবাকে, পাঁচবার ব্যর্থতা ! তবুও শেষ হাসি ওঙ্কারের

কলেজ জীবনে হারান বাবাকে, ৫ বার WBCS-এ ব্যর্থতা, তবুও শেষ হাসি ওঙ্কারের
WBCS Success Story: ৫ বার মেইনস ক্লিয়ার করেও ব্যর্থতা, ষষ্ঠবারে জয়, কীভাবে WBCS পরীক্ষায় সফল হবেন ? টিপস দিলেন ওঙ্কার নাথ দত্ত
কলকাতা: রবার্ট ব্রুসের কথা সবাই জানে। হেরে যাওয়ার ভয়ে, যুদ্ধের ময়দান ছেড়ে যেতে নেই। আশা হারাতে নেই। যে শিক্ষা তিনি পাহাড়ের গায়ে মাকড়সার জাল বোনা দেখে শিখেছিলেন। সাতবারে জিতেছিলেন। এই
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে