কলকাতা: NET 2023 পরীক্ষায় আবেদনকারীদের তথ্য সংশোধনের সুযোগ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (University Grants Commission)। আজ থেকেই এই সংশোধন করা যাবে। আবেদন করা ফর্ম সংশোধন করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত। ফর্মে দেওয়া তথ্যে কোনও ভুল থাকলে উল্লিখিত তারিখের মধ্যে সংশোধন করা যাবে। ugcnet.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে সংশোধন করতে হবে।
তথ্য সংশোধনের সুযোগ: আগামী ৬ ডিসেম্বর শুরু হচ্ছে পরীক্ষা। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে, দেওয়া হবে অ্যাডমিট কার্ড। তার আগে ফর্মে যদি কোনও ভুল হয়ে থাকে, তা সংশোধন করা যাবে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আবেদনকারীরা নাম, যোগাযোগ নম্বর, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, শহরের মতো একাধিক বিষয়ে সংশোধন করতে পারবেন। তবে এই সংশোধনকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। এরপর কোনও আবেদনকারীর সংশোধনের আবেদন গ্রাহ্য করবে না ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ' প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা হবে। কম্পিউটার-নির্ভর পরীক্ষা হবে। প্রতিদিন পরীক্ষা হবে দু’টি পর্বে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে। তার আগে ফর্মে কোনও ভুল থাকলে করে নিতে হবে সংশোধন।
কীভাবে সংশোধন করবেন?
- ugcnet.nta.nic.in. এই ওয়েবাসাইটে যেতে হবে।
- UGC-NET December 2023 তে ক্লিক করলে কারেকশন উইনডোর অপশন আসবে।
- অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিতে হবে।
- সাইন ইন অপশনে ক্লিক করতে হবে।
- ফর্মের যেখানে সংশোধন প্রয়োজন, তা করতে হবে।
- প্রয়োজনে দ্বিতীয়বার মিলিয়ে নিতে হবে সব তথ্য।
- এরপর সাবমিট করতে হবে।
- নিজের কাছে তথ্য হিসেবে রাখার জন্য সাবমিট করা ফর্ম ডাউনলোড করে রাখতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI