West Bengal Joint Entrance Board: খুব শীঘ্রই প্রকাশ পাবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই দেখা যাবে এই ফলাফল। ২০২৪ সালে ২৮ এপ্রিল রবিবার আয়োজিত হয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (West Bengal Joint Entrance Results 2024) পরীক্ষা। তাঁর ফল বেরোবে কিছুদিনের মধ্যেই। শুধু স্কোরকার্ড নয়, এর সঙ্গে পরীক্ষার্থীরা জানতে পারবেন কাট অফ নম্বর, আন্সার কি এবং র‍্যাঙ্ক ভিত্তিক মেধা তালিকা। এর আগে পরীক্ষার ওএমআর ও রেসপন্স শিট প্রকাশ করেছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই ওএমআর এবং রেসপন্স শিটে ভুল থাকলে তাঁর জন্য চ্যালেঞ্জ জানানো যেত বিগত ২৪ মে পর্যন্ত। এবার কেবল ফলপ্রকাশের অপেক্ষা।


পশ্চিমবঙ্গের (West Bengal Joint Entrance Results 2024) ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলিতে, ফার্মাসি ও স্থাপত্যকলা প্রতিষ্ঠানে সরকারি, বেসরকারি এবং সেলফ ফিনান্স কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষার্থীদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজ্য স্তরের এই পরীক্ষার মাধ্যমেই কেবল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবেন পরীক্ষার্থীরা।


বিগত ২৮ এপ্রিল রবিবার আয়োজিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। মূলত দুটি শিফটে হয়েছিল এই পরীক্ষা যার মধ্যে প্রথমটি ছিল পেপার ১ (সকাল ১১টা থেকে ১টা) এবং দ্বিতীয়টি ছিল পেপার ২ (দুপুর ২টো থেকে ৪টে)। ৬ মে প্রকাশ পেয়েছিল প্রভিশনাল আন্সার কি। wbjeeb.nic.in ওয়েবসাইটেই দেখা যাবে এই পরীক্ষার ফলাফল। ন্যূনতম ১৭ বছর বয়স হলেই এই পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। সারা দেশের মধ্যে মোট ৩২৮টি শহরে ছিল এর পরীক্ষাকেন্দ্র। এমনকী দেশের উত্তর-পূর্বাংশেও ছিল ৩টি পরীক্ষাকেন্দ্র।


কীভাবে দেখবেন পরীক্ষার ফলাফল


এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে wbjeeb.nic.in ওয়েবসাইটে যা কিনা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট।


এরপর সেখানে WBJEE result 2024 ট্যাবে ক্লিক করে নিতে হবে।


নিজস্ব তথ্য দিয়ে লগ ইন করতে হবে যথাযথভাবে।


এরপর সাবমিট বাটনে চাপ দিতে হবে।


তারপরেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার জয়েন্টের ফলাফল।


এটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে যত্ন করে।


সমস্ত পরীক্ষাকেন্দ্র মিলিয়ে প্রায় ১ লক্ষ পরীক্ষার্থী এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন বলে জানা যাচ্ছে বোর্ডের তরফে। এই ফলাফল প্রকাশের পরে বোর্ডের তরফে পরীক্ষার্থীদের কাউন্সেলিং করানো হবে কলেজে ভর্তির বিষয়টি সহজতর করে তোলার জন্য।


আরও পড়ুন: UPSC Success Story: টাকার অভাব বাধা হয়নি পড়াশোনায়! দ্বিতীয় চেষ্টাতেই UPSC-পাশ দিনমজুরের সন্তানের


Education Loan Information:

Calculate Education Loan EMI