Jobs In West Bengal: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) ১৪৭টি পদের জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
PM-ABHIM-এর ১৫তম অর্থ কমিশনের কর্মসূচি বাস্তবায়নের জন্য এই নিয়োগ হবে। মনে রাখবেন, এই পদগুলি অস্থায়ী চাকরি। জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) অধীনে 1 (এক) বছরের জন্য প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যগত উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণ, সংক্ষেপে নিচে দেওয়া হল।
WBMSC Recruitment: প্রার্থীদের নির্বাচন:
কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন হবে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম ও অন্যান্য তথ্য সম্পর্কিত আরও বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
কীভাবে WBMSC নিয়োগ 2023 এর জন্য আবেদন করবেন:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSC) কে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।
WBMSC নিয়োগ 2023 এর গুরুত্বপূর্ণ তারিখ: 02-05-2023
অনলাইন আবেদনের শেষ তারিখ: 16-05-2023
Jobs In Kolkata:ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা (NITTTR) অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সেকশন অফিসার (সচিব/অ্যাকাউন্টস), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান ও লাইব্রেরিয়ানের 13টি পদের জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা (NITTTR) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
NITTTR Kolkata Recruitment: NITTTR কলকাতায় প্রফেসর ছাড়াও আরও পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন
Education Loan Information:
Calculate Education Loan EMI