Jobs In WBPDCL: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে (WBPDCL) নিয়োগের (Jobs) বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।


WBPDCL Jobs: রাজ্যে West Bengal Power Development Corporation Limited (WBPDCL)-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(সিভিল) পদে হবে নিয়োগ। সব মিলিয়ে ৬টি পদে নিয়োগে করবে কর্তৃপক্ষ। তিন বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করবে কোম্পানি। পরবর্তীকালে পারফরম্যান্সের ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়াতে পারে সংস্থা। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে খনিতে কাজের জন্য এই নিয়োগ শুরু করছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে (WBPDCL)।


ASSISTANT MANAGER (CIVIL) – 06 Nos


WBPDCL Jobs: শিক্ষাগত যোগ্যতা 
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ফুল টাইম বি.ই. / বি. টেক / ইন্টিগ্রেটেড এম. টেক / ডুয়েল-ডিগ্রি বি. টেক,M. Tech./ B.Sc, B. Tech./ B. Tech উত্তীর্ণ হতে হবে। ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং / কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে  ডিগ্রির মাধ্যমে ইউজিসি / এআইসিটিই দ্বারা অনুমোদিত ইনস্টিটিউট বা আইআইটি / এনআইটি থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের।


Jobs In WBPDCL: অভিজ্ঞতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর মোট 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স (i) শহুরে রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ  (ii) প্রাতিষ্ঠানিক ও আবাসিক উভয় ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। সেতু নির্মাণে অতিরিক্ত অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।


WBPDCL Jobs: বয়স সীমা 
সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য আবেদনপ্রার্থীর সর্বোচ্চ বয়স 34 বছরের মধ্যে হতে হবে। তবে বসয়ের সীমা SC/ST-এর জন্য 05 বছর, OBC-এর জন্য 03 বছর ও PWD বিভাগের জন্য 10 বছর শিথিলযোগ্য।


Jobs In WBPDCL: প্রার্থী বাছাই
কলকাতায় ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের ডাকা হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)-- https://wbpdcl.co.in এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে অফিশিয়াল ওয়োবসাইটে করতে হবে এই আবেদন। 
Official website of West Bengal Power Development Corporation Limited (WBPDCL) — https://wbpdcl.co.in



  


Education Loan Information:

Calculate Education Loan EMI