WBPSC 2021 : বাংলা ও ইংরেজির সাব এডিটর পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি WBPSC-র

সাব এডিটর বাংলা ও ইংরেজির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০.০৪.২০২১ থেকে। আবেদন করা যাবে ১০.০৫.২০২১ তারিখ পর্যন্ত।

Continues below advertisement

বাংলা ও ইংরেজির জন্য সাব এডিটর পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি WBPSC-র

Continues below advertisement

বাংলা ও ইংরেজির জন্য সাব এডিটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। দুটি পদের জন্য মোট ৩জনকে নিয়োগ করা হবে। জেনে নিন আবেদনের শেষ তারিখ কবে ?

আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখ

সাব এডিটর বাংলা ও ইংরেজির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০.০৪.২০২১ থেকে। আবেদন করা যাবে ১০.০৫.২০২১ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে wbpsc.gov.in-এ লগ ইন করতে হবে। একবার নির্দিষ্ট তারিখ চলে গেলে আর আবেদন করে লাভ নেই। কেউ যদি নির্ধারিত সময়ের পরে ফর্ম ফিলআপ করেন তাহলে সেই আবদেন গ্রাহ্য হবে না। একইভাবে ফর্মে কোনও ত্রুটি থাকলে তা বাতিল করা হবে। চাকরিপ্রার্থীদের আবেদন পর্ব শেষ হলেই আবেদনকারীদের মধ্যে পছন্দের প্রার্থীকে ডাকবে বোর্ড।

সাব এডিটর পদের নাম ও সংখ্যা

সাব এডিটর বাংলা ও ইংরেজির জন্য নিয়োগ করা হবে। দুটি পদের জন্যই ৩ জন চাকরিপ্রার্থী নিযুক্ত হবেন। তথ্য সংস্কৃতি দফতরে এই প্রার্থী নিয়োগ করা হবে।

সাব এডিটর পদের বয়স সীমা

বাংলা ও ইংরেজি সাব এডিটর পদে চাকরির আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ০১.০১.২১-এর মধ্যে কোনওভাবেই ৩৬ বছর অতিক্রম করা চলবে না। তবে সাব এডিটর পদে উচ্চশিক্ষা ও অভিজ্ঞ প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে বয়স বিবেচনার ভিত্তিতে কিছুটা শিথিল মনোভাব দেখাতে পারে কমিশন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সাব এডিটরের জন্য- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি। কোনও প্রতিষ্ঠিত মিডিয়া হাউসে প্রার্থীর তিন বছরের সাব এডিটর বা সাংবাদিক হিসাবে কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন। অথবা ৩ বছর মাস কমিউনিকেশনের প্র্যাকটিশনার হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাবলিক রিলেশনের শাখায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

কাঙ্খিত যোগ্যতা- প্রার্থীর কম্পিউটার অপারেশনে ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। সেখানে কোরেল ড্র অথবা ফ্রি হ্যান্ড বা পেজ মেকার অথবা ফটোশপ জানতে হবে। এছাড়াও জার্নালিজম, মাস কমিউনিশেন, পাবলিক রিলেশনের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীর।  

বেতন কাঠামো

কমিশনের নিয়ম অনুসারে বাংলা ও ইংরেজি সাব এডিটর পদে পে লেভেল-৩৫,৮০০ থেকে ৯২,১০০টাকা। বিস্তারিত জানতে wbpsc.gov.in সাইটে যান। সেখানে অ্যাডভার্টাইজ ও অ্যানাউন্সমেন্ট সেগমেন্টে বিস্তারিত তথ্য জেনে নিন।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola