WBPSC Recruitment: রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, বেতন ১ লাখেরও বেশি

Jobs In West Bengal: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSCWB)হর্টিকালচার ডিরেক্টরের ১ টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Continues below advertisement

Jobs In West Bengal: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSCWB)হর্টিকালচার ডিরেক্টরের ১ টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSCWB) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারেন। কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ নিচে সংক্ষেপে দেওয়া হল

Continues below advertisement

হর্টিকালচার ডিরেক্টরের - ১
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি, বা হর্টিকালচারে প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকলে আবেদনে করা যাবে।

বয়স সীমা:
এই পদে বয়স ৫৫ বছরের বেশি হওয়া উচিত নয়।

বেতন কাঠামো:
এই পদে বাছাই করা প্রার্থী ১,২৩,১০০ টাকা থেকে বেতন স্তর ২১ অনুযায়ী ১,৯১,৮০০ টাকা পাবেন।

দ্রষ্টব্য:- এই পদে আবেদনের ক্ষেত্রে বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা প্রয়োজন। (যাদের মাতৃভাষা নেপালি তাদের জন্য প্রয়োজনীয় নয়)।

WBPSC এর প্রার্থী বাছাই প্রক্রিয়া:
প্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSCWB)-এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — www.wbpsc। gov.in  প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।

WBPSC নিয়োগের জন্য আবেদন ফি:
প্রার্থীদের অবশ্যই একটি আবেদন ফি বাবদ ২১০ টাকা দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে বা ফি পেমেন্ট চালানের মাধ্যমে ব্যাঙ্কের মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। ফি চালান পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSCWB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে। আরও বিস্তারিত জানার জন্য প্রকাশিত বিজ্ঞাপন দেখুন। পশ্চিমবঙ্গের S.C./S.T ও PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না। ।

কীভাবে WBPSC নিয়োগের জন্য আবেদন করবেন:
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (PSCWB)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন — http://wbpsc.gov.in । ২৫ মে ২০২৩ থেকে ১৫ জুন ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নির্ধারিত ফি সফলভাবে পেমেন্ট করার পরে ও অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/স্বীকৃতি স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (PSCWB) কে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখগুলি:
অনলাইন আবেদনের খোলার তারিখ: 25-05-2023

অনলাইন আবেদন প্রাপ্তির শেষ তারিখ: 15-06-2023

ফি প্রদানের শেষ তারিখ: 15-06-2023

PNB এর শাখাগুলিতে অফলাইনে ফি প্রদানের শেষ তারিখ: 16-06-2023

আরও পড়ুন : SRFTI Kolkata Recruitment: সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি , এই পদগুলিতে হচ্ছে নিয়োগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola