WBSLST 2025: আগামী রবিবার ৭ অগাস্ট থেকেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ পরীক্ষা। এটি হতে চলেছে দ্বিতীয় পশ্চিমবঙ্গ SLST। দীর্ঘ ৯ বছর পরে এই নিয়োগ হতে চলেছে আবার। শেষবার ২০১৬ সালে এই পরীক্ষা (WBSSC 2025) হয়েছিল এবং তারপর সেই পরীক্ষা ঘিরে নানাবিধ আইনি জট কাটিয়ে এবার পরীক্ষা হবে সারা রাজ্য (WBSLST 2025) জুড়ে। আগামী ৭ অগাস্ট ও ১৪ সেপ্টেম্বর দুই রবিবার এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় নিয়ে পরীক্ষার্থীদের মনে একটি দ্বিধা তৈরি হয়েছে। কমিশনের নির্দেশ অনুসারে কখন ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে ?

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অনেক আগেই পরীক্ষার্থীদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছিল যেখানে এই পরীক্ষার সমস্ত নিয়মবিধি উল্লেখ ছিল। পরীক্ষার সময়ও উল্লেখ করা হয়েছিল। ৭ ও ১৪ সেপ্টেম্বর এই দুই দিনই দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে আর পরীক্ষাআ শেষ হবে দুপুর দেড়টার সময়। দেড় ঘণ্টা সময় থাকবে পরীক্ষার জন্য। আর এই পরীক্ষার দিন সমস্ত পরীক্ষার্থীকে ১১টার সময়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর কথা বলা হয়েছে তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ডে। এমনকী এও স্পষ্ট উল্লেখ রয়েছ যে বেলা ১১টা বেজে ৪৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে। ১২টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢোকার অনুমতি মিলবে। তারপর আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না।

তবে কেন এই বিভ্রান্তি ? আদপে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে আলাদা করে উল্লেখ করা হচ্ছে যে কমিশনের পক্ষ থেকে পরীক্ষার দিন কোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়াতে, সমস্যা এড়াতে সকাল ১০টায় পরীক্ষাকেন্দ্রে যেন পরীক্ষার্থীরা উপস্থিত থাকেন। একটি লাইনের এই বিজ্ঞপ্তি ওয়েবসাইট খুললেই নজরে আসছে। তবে এর মধ্যে অ্যাডমিট কার্ডে নিয়মবিধিতে কিছু আনুষ্ঠানিক বদল আসেনি। কমিশনের তরফেও রিপোর্টিং টাইম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। ফলে ধরে নেওয়া যেতে পারে যে এই বিজ্ঞপ্তি আসলে পরীক্ষার্থীদের জন্য একটি আগাম সতর্কতা। তবে অ্যাডমিট কার্ডে উল্লিখিত নিয়মবিধি যে এর জন্য বাতিল হয়ে যাবে তা বলা হয়নি কমিশনের তরফে।  

কী কী সঙ্গে রাখা যাবে না 

পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থী কোনও ধরনের ঘড়ি পড়তে পারবেন না, লগ টেবিল বা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না পরীক্ষাকেন্দ্রে। এমনকী পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না। 


Education Loan Information:

Calculate Education Loan EMI