Jobs In WB Forest Department: পশ্চিমবঙ্গের বন সহায়কের ২০০০টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্য প্রার্থীরা নিচে দেওয়া নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।


West Bengal Bana Sahayak: বনা সহায়ক নিয়োগ ২০২৩ ও শূন্যপদের বিবরণ
সব মিলিয়ে ২০০০ জনকে নিয়োগ করা হবে এই পদে। 


Jobs In WB Forest Department: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের একটি স্বীকৃত স্কুল থেকে অষ্ঠম শ্রেণির পরীক্ষায় পাশ করতে হবে।


West Bengal Bana Sahayak: আবেদনকারীর বয়সসীমা
সর্বনিম্ন বয়স সীমা 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা 40 বছর।


Jobs In WB Forest Department: বেতন কাঠামো
এই পদে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে। 


West Bengal Bana Sahayak: পশ্চিমবঙ্গ বন বিভাগ নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া
এই ক্ষেত্রে প্রার্থী নির্বাচন হবে মূল্যায়ন, ইন্টারভিউ ও  পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম ও অন্যান্য বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।


Jobs In WB Forest Department: বন সহায়ক নিয়োগ 2023 আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রের মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে। বনা সহায়কের আবেদনগুলি প্রতিটি জেলায় ড্রপ বক্সে ফেলতে হবে। সেই ক্ষেত্রে বিস্তারিত বিবরণ প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিন। ওপরের তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে।  শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।


India Post Recruitment : এ ছাড়াও সরকারি চাকরিক্ষেত্রে বড় চাকরির সুযোগ তৈরি হয়েছে। বিপুল সংখ্যক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ডাক সংস্থার তরফ থেকে। গ্রামীন ডাক সেবক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই আবেদন করা যাবে এই চাকরির জন্য। ওয়েবসাইটটি হল indiapostgdsonline.gov.in 


এই চাকরির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২২ মে থেকে। চলবে এই বছরের ১১ জুন পর্যন্ত। যদি আবেদন করতে কোনওরকম ভুল হয়ে যায় তা ঠিক করার সুযোগও রয়েছে। আবেদনে কোনওরকম বদল করতে চাইলে সেই সুযোগ থাকছে ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। 


কত পদ?
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১২৮২৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রামীন ডাক সেবক পদের জন্য নিয়োগ করা হবে।


বয়সসীমা:
এই চাকরির জন্য আবেদন করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সসীমায় নির্দিষ্ট ছাড় রয়েছে। 


আরও পড়ুন : India Post Recruitment 2023: সরকারি ক্ষেত্রে বিপুল নিয়োগ! কত বেতন? কারা আবেদন করতে পারবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI