কলকাতা: সরকারি চাকরিক্ষেত্রে বড়সড় চাকরির সুযোগ। বিপুল সংখ্যক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ডাক সংস্থার তরফ থেকে। গ্রামীন ডাক সেবক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই আবেদন করা যাবে এই চাকরির জন্য। ওয়েবসাইটটি হল indiapostgdsonline.gov.in
এই চাকরির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২২ মে থেকে। চলবে এই বছরের ১১ জুন পর্যন্ত। যদি আবেদন করতে কোনওরকম ভুল হয়ে যায় তা ঠিক করার সুযোগও রয়েছে। আবেদনে কোনওরকম বদল করতে চাইলে সেই সুযোগ থাকছে ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।
কত পদ?
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১২৮২৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রামীন ডাক সেবক পদের জন্য নিয়োগ করা হবে।
বয়সসীমা:
এই চাকরির জন্য আবেদন করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সসীমায় নির্দিষ্ট ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই চাকরিতে আবেদন করতে গেলে সেকেন্ডারি স্তর বা দশম শ্রেণি পাশের শংসাপত্র থাকতে হবে। সিলেবাসে অঙ্ক ও ইংরেজি বাধ্যতামূলক ভাবে পড়ে থাকতে হবে এবং ওই দুটি বিষয়েই পাশ করে থাকতে হবে। সরকার স্বীকৃত কোনও কেন্দ্রীয় বোর্ড বা রাজ্য বোর্ডের থেকে দশম শ্রেণি স্তর পাশ করে থাকতে হবে।
স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে আবেদনকারীকে। অন্তত দশম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক ভাবে স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে।
কীভাবে আবেদন GDS-এর জন্য়:
প্রথমেই যান indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে।
হোমপেজে যান, সেখানে রেজিস্ট্রেশন করুন তারপর লগইন ডিটেলস তৈরি করুন
সেই তথ্য গিয়েই লগইন করুন, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
প্রয়োজনীয় নথি ও তথ্য দিয়ে আপলোড করুন, তারপর অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজনীয় টাকা দিন। অনলাইন পেমেন্ট করা যাবে।
এবার ফর্ম জমা দেওয়ার পরে সেই ফর্মের একটি কপি সেভ করে রেখে দিন বা প্রিন্টআউট নিয়ে নিন।
কীভাবে বাছাই:
একটি মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। দশম শ্রেণি স্তরে যে নম্বর পেয়েছেন, তার উপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি করা হবে।
অ্যাপ্লিকেশন ফি:
সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও তফসিলি জনজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও মূল্য লাগবে না।
আরও পড়ুন: শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা
Education Loan Information:
Calculate Education Loan EMI