কলকাতা : দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন আয়োজিত ২৬তম স্টেট এলিজিবিলিটি টেস্টের। পরীক্ষা ১৫ ডিসেম্বর। রবিবার। দুটি সেশনে হবে পরীক্ষা। ২০ নভেম্বর থেকে ডাউনলোড করে নেওয়া যাচ্ছে SET-এর অ্যাডমিট কার্ড।
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ?
ফর্ম ফিলাপ বা রেজিস্ট্রেশনের সময় পেমেন্টের পরে যে ইউজার আই ডি ও পাসওয়ার্ড মেসেজে এসেছিল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে তা এবার কাজে লাগবে। www.wbcsconline.in-এই ওয়েবসাইটে গিয়ে ইউজ়ার আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডমিট কার্ড। প্রিন্ট করে নিয়ে রেখে দিন। অ্যাডমিট কার্ডে লেখা থাকছে পরীক্ষার দিনে কী করবেন কী করবেন না সংক্রান্ত নির্দেশিকা।
কেউ যদি অ্যাডমিট কার্ডে সংশোধন করতে চান
ধরুন, প্রার্থীর অ্যাডমিট কার্ডে মায়ের নাম আসেনি বা অন্য কোনও ভুল এসেছে। কী করবেন তখন। কলেজ সার্ভিস কমিশনের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, তাঁর অ্যাটেনডেন্স শিট এবং আইডেন্টিটি প্রুফ যেমন ভোটার কার্ড, আধার, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ভেরিফিকেশনের পরই সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে। পরীক্ষা কেন্দ্রে যিনি ভারপ্রাপ্ত অফিসার থাকবেন, তিনি সঠিকভাবে ভেরিফাই বা স্ক্রুটিনি করে দেখবেন। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
এছাড়াও এক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে, দু’কপি পাসপোর্ট ছবি সঙ্গে রাখতে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে ২৭ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে কলেজ সার্ভিস কমিশনের অফিসে গিয়ে সংশোধিত অ্যাডমিট কার্ডের ২ টি কপি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্ব-প্রত্যয়িত হতে হবে সংশোধিত ওই অ্যাডমিট কার্ড। দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে জমা দিতে হবে ওই কার্ড।
এই বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে ভারপ্রাপ্ত অফিসার-ইন-চার্জের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
১৫ ডিসেম্বর দুটি সেশনে নেওয়া হবে ২৬তম SET। প্রথম সেশনে পরীক্ষা হবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় সেশনে পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
কোনও পরীক্ষার্থীকেই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের দেড়ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টা নাগাদ পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে। পরীক্ষা শুরু হওয়ার পরে আর পরীক্ষাকেন্দ্রে কাউকে ঢুকতে দেওয়া হবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI