West Bengal Health Recruitment Board: ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)ওয়ার্ডেনের ১৬৫টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।কলেজ অফ নার্সিং অ্যান্ড নার্সিং ট্রেনিং স্কুলের জন্য অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে। ওয়ার্ডেন নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী ভিত্তিতে হবে নিয়োগ। তবে এই পদ পরবর্তীকালে স্থায়ী হতে পারে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের (WBHRB) অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 


West Bengal Health Jobs: মোট কতগুলি পদে নিয়োগ 
এই ক্ষেত্রে ওয়ার্ডেনের ১৬৫টি শূন্যপদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।


West Bengal Health Recruitment Board: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম প্রয়োজনীয় যোগ্যতা মাধ্যমিক বা সমমানের রাখা হয়েছে। 


West Bengal Health Jobs: বয়স সীমা 
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর জন্ম তারিখ হতে হবে ০১-জানুয়ারি-১৯৮২ থেকে ০১-জানুয়ারি-২০০৪ সালের মধ্যে। বয়সের ঊর্ধ্বসীমা SC/ST-এর জন্য ০৫ বছর, OBC-এর জন্য ০৩ বছর ও PWD বিভাগের জন্য ১০ বছর শিথিল করা হয়েছে। প্রাক্তন সৈনিক ও অন্যান্যদের জন্য সরকার নিয়ম অনুসারে নিয়োগ করা হবে।


Jobs In West Bengal: আবেদনের ফি
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইন আবেদন ফি জমা দিতে হবে টাকা। ১৬০টাকা কেবল GRPS (সরকারি রসিদ পোর্টাল সিস্টেম) এর ব্যাঙ্কগুলির মাধ্যমে জমা দেওয়া যাবে।SC/ST ও PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।


West Bengal Health Jobs: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন - https://www.wbhrb.in  


Jobs In West Bengal: গুরুত্বপূর্ণ তারিখগুলো


অনলাইন আবেদনের শুরুর তারিখ: ১৭/০৬/২০২২


অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০/০৬/২০২২


Official website of West Bengal Health Recruitment Board (WBHRB) — https://www.wbhrb.in 


আরও পড়ুন : Army Recruitment 2022: সেনাবাহিনীতে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জেনে নিন আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI