কলকাতা : রাজ্যে বিচারক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আগামী ৫ অগাস্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের সাইটে ঢুকেই এই আবেদন করতে পারবেন।
WEST BENGAL JUDICIAL SERVICE EXAMINATION 2021
পদের নাম- সিভিল জজ (জুনিয়র ডিভিশন)
পদ খালি- ১৪টি খালি পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- আইনের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। যেকোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে বাংলা পড়তে, বলতে ও লিখতে জানতে হবে। তবে নেপালি যাঁদের মাতৃভাষা তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
বয়স সীমা- চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ২৩ বছর হওয়া বাধ্যতামূলক। তবে কোনওভাবেই আবেদনকারীর বয়স ৩৫ বেশি হলে চলবে না। যদিও সরকারি নিয়ম মেনে বিশেষ ক্ষেত্রে বয়সের শিথিলতা রয়েছে।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রার্থী বাছাই তিনটি পর্যায়ে হবে। ১) প্রথমে আবেদনকারীদের প্রাথমিক পরীক্ষা বা এমসিএ টাইপ পরীক্ষা হবে। ২) পরে সেখান থেকে ফাইনাল পরীক্ষা বা লিখিত পরীক্ষায় বসতে হবে। ৩) তৃতীয় পর্যায়ে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
এইসব পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে। West Bengal Public Service Commission (WBPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in-এ ঢুকলেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কীভাবে আবেদন করতে হবে ?
ইচ্ছুক আবেদনকারীদের https://wbpsc.gov.in-এ গিয়ে পরীক্ষার বসার জন্য আবেদন করতে হবে। অনলাইনে এই সাইটে ১৪ জুলাই থেকে পাওয়া যাচ্ছে এই ফর্ম। আগামী ৫ অগাস্ট আবেদনের শেষ তারিখ। একবার সাফল্যের সঙ্গে ফর্মপূরণ হয়ে গেলে একটি সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন স্লিপ পাবেন আবেদনকারীরা। পরবর্তীকালে পরীক্ষায় বসার জন্য এই রসিদ তাঁদের কাছে রাখতে হবে। তবে ফর্মের হার্ড কপি এখনই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দফতরে পাঠানোর প্রয়োজন নেই।
Education Loan Information:
Calculate Education Loan EMI