West Bengal Municipal Service Commission (WBMSC): ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
WBMSC Jobs Kolkata: কত জন নিয়োগ করবে কর্তৃপক্ষ
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল/মেকানিক্যাল এর 06 টি পদের জন্য লোক নিয়োগ করবে WBMSC। নির্বাচিত প্রার্থীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় কাজ করতে হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC) এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
SUB ASSISTANT ENGINEER (CIVIL) – 01 Post (ST)
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শংসাপত্র থাকতে হবে। চাকরিপ্রার্থীদের যোগ্যতা এর বেশি হলেও তারাও আবেদন করতে পারবেন।
SUB ASSISTANT ENGINEER (MECHANICAL) – 05 Posts (UR-3; ST-1; PWD-1)
KMC Jobs: শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য চাকরিপ্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। উচ্চতর যোগ্যতা থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
WBMSC Jobs Kolkata: বয়স সীমা
আবেদনকারীদের এই পদের জন্য 01/01/2022 তারিখের মধ্যে বয়স 37 বছরের বেশি হলে চলবে না।
KMC Jobs: প্রার্থীদের নির্বাচন
এই ক্ষেত্রে পরীক্ষাটি পরপর দুটি ধাপে অনুষ্ঠিত হবে। যেমন। (i) লিখিত পরীক্ষা (ii) ব্যক্তিত্ব পরীক্ষা।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://www.mscwb .org
WBMSC Jobs Kolkata:কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন - https://www.mscwb.org চাকরিপ্রার্থীদের 04/04/2022 তারিখ থেকে 01/05/2022-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
Official website of West Bengal Municipal Service Commission (WBMSC) — https://www.mscwb.org
Education Loan Information:
Calculate Education Loan EMI