কলকাতা : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশে হাজারের বেশি নিয়োগ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জারি করা ঘোষণা, পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগে ওয়ারলেস অপারেটরে করা হবে বিপুল নিয়োগ। ১১২৬ জন পুরুষ, ১২৫ জন মহিলা, মোট ১২৫১ জনকে নিয়োগ করা হবে।
সোমবার থেকে শুরু হবে অনলাইনে আবেদনের প্রক্রিয়া। ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ করা যাবে আবেদন। যোগ্যতামান মাধ্যমিক বা সমতুল। প্রাথমিক ১০০ নম্বরের অনলাইন পরীক্ষা, শারীরিক যোগ্যতামান, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর চূড়ান্ত কম্পিটিটিভ ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে হবে নিয়োগ।
আবেদন করতে হবে- www.wbpolice.gov.in- এ
একনজরে যাবতীয় খুঁটিনাটি-
শূন্যপদ-১২৫১
পুরুষ-১১২৬
মহিলা-১২৫
যোগ্যতামান- মাধ্যমিক বা সমতুল।
ভারতীয় নাগরিক হতে হবে।
বয়স- ১/১/২০২১-র ভিত্তিতে ১৮-র বেশি এবং ২৭-র কম।
শারীরিক যোগ্যতামান-
পুরুষদের জন্য-
উচ্চতা-১৬৭ সেন্টিমিটার (গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও এসটি-দের জন্য ১৬০ সেন্টিমিটার)
নূন্যতম ওজন-৫৬ কেজি (গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও এসটি-দের জন্য ৪৮ কেজি)
চেস্ট-৭৮ সেন্টিমিটার
মহিলাদের জন্য-
উচ্চতা-১৬০ সেন্টিমিটার (গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও এসটি-দের জন্য ১৫৫ সেন্টিমিটার)
নূন্যতম ওজন-৫২ কেজি (গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও এসটি-দের জন্য ৪৫ কেজি)
শারীরিক সক্ষমতা-
পুরুষদের জন্য- ৩ মিনিটে ৮০০ মিটার দৌড়নোর ক্ষমতা
মহিলাদের জন্য- ২ মিনিটে ৪০০ মিটার দৌড়নোর ক্ষমতা
প্রাথমিক অনলাইন পরীক্ষা-
১০০ নম্বরের।
জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স- ৪০ নম্বর
অঙ্ক-২০ নম্বর
ফিজিক্যাল সায়েন্স- ২০ নম্বর
লজিকাল ও অ্যানালিটিকাল রিজনিং- ২০ নম্বর
প্রাথমিক পরীক্ষায় পাশ করলে সশরীরে হাজির হয়ে দিতে হবে শারীরিক যোগ্যতামান ও সক্ষমতার পরীক্ষা।
চূড়ান্ত পরীক্ষা-৮৫ নম্বরের
ফিজিক্স ও অঙ্ক- ৭০ নম্বর
ল্যাঙ্গুয়েজ টেস্ট-১৫ নম্বর
অ্যপ্লিকেশন ফি-
এসি, এসটি বাদে সবার ক্ষেত্রে- ২৭৫ টাকা। (অ্যাপ্লিকেশন ফি-২৫০, প্রসেসিং ফি-২৫)
এস ও এটি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে কোনও টাকা লাগবে না।
বিশেষ দ্রষ্টব্য: চাকরি সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তির দিকে সবসময় নজর রাখুন। সরকারি ওয়েবসাইট ফলো করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI