Jobs And Recruitments: পশ্চিমবঙ্গে রয়েছে চাকরির সুযোগ। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) টেকনিক্যাল অফিসার (টেক্সটাইল) পদে নিয়োগ (WBPSC) করতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আগামী ১২ মার্চ থেকে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই আবেদন জমা দেওয়ার শেষদিন ২ এপ্রিল। শুধুমাত্র অনলাইনেই আবেদন জমা দেওয়া যাবে psc.wb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। মোট ২৭টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর হতে পারবে। এর বেশি বয়সীরা আবেদন জানাতে পারবেন না। 


অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত ধার্য করা হয়েছে


অ্যাপ্লিকেশন ফি ২১০ টাকা। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেনকারী (পশ্চিমবঙ্গের), বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি নেই। তবে অন্য রাজ্যের তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি- এর ব্যাপারে কোনও ছাড় নেই।


এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন জানাবেন এই চাকরির জন্য



  • প্রথমে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in - এখানে যেতে হবে আবেদনকারীদের। 

  • এবার হোমপেজে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে ইউজারের সামনে কম্পিউটার স্ক্রিনে খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম। 

  • এরপর ভালভাবে সব দেখেশুনে পড়ে এবং বুঝে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। যাবতীয় তথ্য ভালভাবে দেখে নেওয়া জরুরি।

  • অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর তা আপলোডের আগে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। 

  • এরপর জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। তারপর ফর্ম জমা দিয়ে দিতে হবে। এই ফর্মের একটি প্রিন্ট আউট ভবিষ্যতে নিজের প্রয়োজনের জন্য বের করে নিতে হবে।


কলকাতা পুলিশে চাকরির সুযোগ


কলকাতা পুলিশে (Kolkata Police) রয়েছে চাকরির সুযোগ। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board)। কনস্টেবল (Constable) এবং মহিলা কনস্টেবল (Lady Constable) পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা prb.wb.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। মোট ৩৭৩৪টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ১ মার্চ অর্থাৎ আজ থেকে। আর ২৯ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আবেদনকারীরা যে আবেদন অনলাইনে জমা দেবেন সেখানে কিছু ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সময় পাবেন আবেদনকারীরা।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আরও পড়ুন- স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ট্রেনি পদে নিয়োগ, শূন্যপদ কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI