নয়াদিল্লি: বিরোধীদের কার্যত ধ্বংস করে দিয়ে ফের দেশের সিংহাসনে বিজেপি। সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরপর দুবার নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-ই শুধু জিতেছে ৩৫০টি আসন। চলুন, দেখে নিই এই চোখ ধাঁধানো ফলের সঙ্গে জড়িত আরও কিছু তথ্য।
১. স্বাধীনতার পর থেকে এটাই বিজেপির পাওয়া সর্বাধিক ভোট।
২. এই প্রথম নিজের জোরে ৩০০ পার করল বিজেপি। গত লোকসভা ভোটে ২৮২টি আসন পায় তারা।
৩. স্বাধীনতার পর থেকে এটাই এনডিএ-র সর্বোচ্চ ভোট শেয়ার। শোনা যাচ্ছে, মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ পেয়েছে তারা।
৪. ভারতীয় গণতন্ত্রে নরেন্দ্র মোদী দ্বিতীয় ব্যক্তি, যিনি এ নিয়ে দ্বিতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হলেন।
৫. বিজেপি রাজস্থানে ২২টি আসন জিতেছে ন্যূনতম ২ লাখের বেশি ব্যবধান রেখে।
৬. গোবলয়ের হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও বিহারে প্রবলভাবে ফুটেছে পদ্ম। একইভাবে জয় করেছে পশ্চিমের দুই রাজ্য রাজস্থান ও গুজরাত।
৭. পূর্ব ভারতেও বিপুলভাবে প্রবেশ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড- তিন রাজ্যেই পদ্মের রমরমা।
৮. ১৫টি রাজ্যের মোট ভোট শেয়ারের ৫০ শতাংশেরও বেশি গিয়েছে বিজেপির পকেটে।
৯. নিজেদের আগের রেকর্ড ছাপিয়ে ৩০০ আসনের সীমা টপকে গিয়েছে তারা।
১০. উত্তর পূর্বাঞ্চলেও বিজেপি তাদের সেরা ফল করেছে।
বিজেপির অকল্পনীয় জয় সম্পর্কে এই ১০টি তথ্য দেখে নিন
ABP Ananda, Web Desk
Updated at:
24 May 2019 03:54 PM (IST)
৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-ই শুধু জিতেছে ৩৫০টি আসন। চলুন, দেখে নিই এই চোখ ধাঁধানো ফলের সঙ্গে জড়িত আরও কিছু তথ্য।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -