সারা দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোট ৩৫০ আসন পেয়ে কেন্দ্রে ফের সরকার গড়ছে। অন্যদিকে কেরলে সরকার চালানো সিপিএম-বাম জোটকে লোকসভা ভোটে ২০টির মধ্যে মাত্র একটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, বাকি ১৯টাই জিতে নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।
মোদিকে অভিনন্দন-বার্তা বিজয়নের, চাইলেন কেন্দ্রের সহযোগিতা
Web Desk, ABP Ananda
Updated at:
24 May 2019 01:41 PM (IST)
কেরলে সরকার চালানো সিপিএম-বাম জোটকে লোকসভা ভোটে ২০টির মধ্যে মাত্র একটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, বাকি ১৯টাই জিতে নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।
NEXT
PREV
তিরুঅনন্তপুরম: রাজনৈতিক শিষ্টাচার মেনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পিনারাই বিজয়নের। বিজেপি-এনডিএর বিপুল নির্বাচনী সাফল্যের পর প্রধানমন্ত্রী, তাঁর সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী। তাঁর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বিজয়ন বলেছেন, রাজ্য ও দেশের স্বার্থ সবচেয়ে ভাল পূরণ করতে কেন্দ্রের দিক থেকে অর্থবহ সহযোগিতা থাকা উচিত।
সারা দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোট ৩৫০ আসন পেয়ে কেন্দ্রে ফের সরকার গড়ছে। অন্যদিকে কেরলে সরকার চালানো সিপিএম-বাম জোটকে লোকসভা ভোটে ২০টির মধ্যে মাত্র একটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, বাকি ১৯টাই জিতে নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।
সারা দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জোট ৩৫০ আসন পেয়ে কেন্দ্রে ফের সরকার গড়ছে। অন্যদিকে কেরলে সরকার চালানো সিপিএম-বাম জোটকে লোকসভা ভোটে ২০টির মধ্যে মাত্র একটি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, বাকি ১৯টাই জিতে নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট।
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -