নয়াদিল্লি: ভোট ভাল। হ্যাঁ, ভোট আক্ষরিক অর্থেই ভাল। বলা ভাল, ভোট কার্যত ‘আশীর্বাদ’ হয়েই এল মধ্যপ্রদেশের একাধিক গ্রামে। ঝাবুয়া, রাতলাম, বেতুল, ভিনদের মতো একাধিক গ্রামের ১৫ হাজার প্রাথামিক বিদ্যালয়ে, যেখানে এতদিন পর্যন্তও বিদ্যুতের জন্য হাপিত্যেস করতে হত, সেখানেই এবার পাকাপাকিভাবে বিদ্যুতের বন্দোবস্ত করা হল। সৌজন্যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সপ্তদশ লোকসভা নির্বাচন।


পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের প্রায় ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয় বুথ হওয়ার কারণে সেখানে পাকাপাকিভাবে বিদ্যুতের বন্দোবস্ত করা হয়েছে। শুধু বিদ্যুৎ-ই নয়, সেই স্কুলগুলোতে পাকাপাকিভাবে জলের বন্দোবস্তও করা হয়েছে। এছাড়াও যে স্কুলগুলোর পরিকাঠামো শোচনীয় ছিল, সেখানেও নির্মাণ কাজ চালিয়ে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। মাথার ওপর থেকে চাঙড় খসে পড়া, দেওয়ালের কঙ্কালসার অবস্থা, দরজা জানালার বেহাল অবস্থা, সব কিছুরই সামগ্রিক পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশন।


ইভিএম দিয়ে ভোট করানোর জন্য বিদ্যুতের প্রয়োজন ছিল। সেকারেণই এই বিপুল সংখ্যক স্কুলে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।