পদ ছাড়তে চাওয়া নিয়ে মমতা ও রাহুলকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ পরিচালক অনুরাগ কাশ্যপের
Web Desk, ABP Ananda | 26 May 2019 01:28 PM (IST)
লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়
মুম্বই: লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দলের আপত্তিতে তাঁদের ইস্তফা শেষ পর্যন্ত গৃহীত হয়নি। তবে সমালোচনা এড়়াতে পারলেন না দুই দলের দুই প্রধান মুখ। তাঁদের রীতিমতো বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ। কী লিখেছেন অনুরাগ? অনুরাগ টুইট করেন, 'মমতা দিদি ইস্তফা দিতে চেয়েছিলেন কিন্তু তাঁর দল সেটা গ্রহণ করেনি। রাহুল গাঁধী পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু তাঁর দল সেই প্রস্তাব গ্রহণ করেনি। বোকা হয়ে থেকে আমরা ব্যাপারটা বিশ্বাস করতে চাইছি কিন্তু আমাদের বোধবুদ্ধি সেটা গ্রহণ করছে না।' তীব্র শ্লেষ মিশিয়ে অনুরাগ টুইটারে আরও লেখেন, 'বিশেষ দ্রষ্টব্য। আমি এই টুইটটা করতে চাইনি তবে সেই ইচ্ছেটাও গ্রহণ করা হল না।' প্রসঙ্গত, সদ্যসমাপ্ত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনে মধ্যে গত লোকসভা নির্বাচনে যেখানে ৩৪টি আসন ছিল তৃণমূলের হাতে, এবার সেটাই কমে দাঁড়িয়েছে ২২-এ। পাশাপাশি গেরুয়া ঝড় তুলে ১৮টি আসন দখল করেছে বিজেপি। কেন্দ্রে কংগ্রেসের স্বপ্নও বিপর্যস্ত হয়েছে বিজেপির কাছে। আত্মসমীক্ষার জন্য শনিবার তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস - দুই দলই জরুরি বৈঠক ডেকেছিল। বৈঠকের পর সাংবাদিকদের মমতা জানান যে, তিনি মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে দলের আপত্তিতে সেটা সম্ভব হয়নি। একইভাবে কংগ্রেসের হাইকম্যান্ড জানায় যে, কংগ্রেসের সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল। যদিও দল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং রাহুলকেই দায়িত্বে রাখে। রাজনৈতিক মহলের অনেকেই গোটা ব্যাপারটার মধ্যে নাটকীয়তা খুঁজে পেয়েছেন। আর অনুরাগ তো টুইট করে প্রকাশই করে দিলেন, এই ব্যাপারটা তাঁর কাছে কতটা অবিশ্বাস্য!