বারাণসী: প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নেওয়ার আগে বারাণসী যাবেন নরেন্দ্র দামোদর দাস মোদি। সেখানে কাশীবাসীকে ধন্যবাদ জ্ঞাপন সহ বারাণসীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন তিনি। শনিবার টুইটে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, বিকেলেই গুজরাতের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে মায়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেবেন। তারপরই নিজের লাকসভা কেন্দ্র বারাণসীতে যাবেন।


পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার সকালেই কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করবেন তিনি। তারপর সেখানে বিজেপি নেতা কর্মীদের নিয়ে একটি সাক্ষাত্ সম্মিলনীতে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে, সোমবার বারাণসীর পুলিশ লাইন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তিনি। ঘুরবেন শহরের বিভিন্ন জায়গা।


প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি কেবল নিজের আসন ধরেই রাখেননি, বাড়িয়েছেন জয়ের ব্যবধানও। গতবারের তুলনায় এবছর লক্ষাধিক ভোট বেশি পেয়েছেন তিনি। ১৯ মে শেষ দফা ভোটের আগে তিনি নিজেকে ‘কাশীবাসী’ বলেও মন্তব্য করেছিলেন। সেই কাশীই তাঁকে দু হাত তুলে আশীর্বাদ করেছে। আর তাই মোদিও কৃতজ্ঞতা জানাতে ভুল করছেন না। ভোটে জিতেই সফর করছেন কাশীতে। নরেন্দ্র মোদির এই সফর নিয়ে ইতিমধ্যেই সরগরম কাশী। জোরদার করা হয়েছে নিরাপত্তাও।