আজ নয়াদিল্লি কেন্দ্রের আপ প্রার্থী ব্রিজেশ গয়ালের হয়ে হুডখোলা জিপে প্রচার করছিলেন কেজরীবাল। সেই সময় লাল জামা পরা ওই যুবক জিপে লাফিয়ে উঠে চড় মারেন। এরপরেই তাঁকে জিপ থেকে টেনে নামান আপ কর্মীরা। এর আগেও একাধিকবার কেজরীবালের উপর আক্রমণ হয়েছে। আজ ফের তিনি আক্রান্ত হলেন।