আজ নয়াদিল্লি কেন্দ্রের আপ প্রার্থী ব্রিজেশ গয়ালের হয়ে হুডখোলা জিপে প্রচার করছিলেন কেজরীবাল। সেই সময় লাল জামা পরা ওই যুবক জিপে লাফিয়ে উঠে চড় মারেন। এরপরেই তাঁকে জিপ থেকে টেনে নামান আপ কর্মীরা। এর আগেও একাধিকবার কেজরীবালের উপর আক্রমণ হয়েছে। আজ ফের তিনি আক্রান্ত হলেন। দিল্লির মোতিনগরে রোড শো চলাকালীন কেজরীবালকে চড়, গ্রেফতার যুবক
Web Desk, ABP Ananda | 04 May 2019 07:01 PM (IST)
আজ নয়াদিল্লি কেন্দ্রের আপ প্রার্থী ব্রিজেশ গয়ালের হয়ে হুডখোলা জিপে প্রচার করছিলেন কেজরীবাল। সেই সময় লাল জামা পরা ওই যুবক জিপে লাফিয়ে উঠে চড় মারেন।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের প্রচারে দিল্লির মোতিনগরে রোড শো চলাকালীন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবালকে চড় মারলেন এক যুবক। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই আক্রমণ সেটা এখনও স্পষ্ট নয়।