নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সারা দেশে ভোট পড়ল ৬৪ শতাংশ। সোমবার নয় রাজ্যের মোট ৭২টি আসনে ভোটগ্রহণ ছিল। পশ্চিমবঙ্গের কয়েক জায়গায় অশান্তি ও ইভিএম বিকল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটল চতুর্থ দফায়।
জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজস্থানের ১৩টি আসনে ৬২ শতাংশ ভোট পড়েছে। মধ্যপ্রদেশের ৬টি আসনে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ। তুলনামূলকভাবে অনেক কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে। ১৩টি আসনে সোমবার মোট ভোট পড়েছে ৫৩.১২ শতাংশ।
সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের আটটি আসনে। মোট ভোট পড়েছে ৭৬.৪৭ শতাংশ। তবে বীরভূমের নানুর, রামপুরহাট, নলহাটি ও সিউড়িতে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বারাবনিতে কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনী আধিকারিকের সঙ্গে বচসায় জড়ানোর জন্য বাবুলের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ হয় বলে খবর। উত্তেজিত জনতাকে হঠাতে শূন্যে গুলিও চালানো হয়।
চতুর্থ দফায় সারা দেশে মোট ভোট দিয়েছেন ১২ কোটি ৭৯ লক্ষ মানুষ। রাজস্থান ও মধ্যপ্রদেশে এদিনই প্রথম দফার ভোট হল। মহারাষ্ট্র ও ওড়িশায় নির্বাচন পর্ব মিটল আবার সোমবারই। পাথর ছোড়ার মতো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্যে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের কুলগাম জেলায় ভোট পড়েছে ১০.৩ শতাংশ।
মুম্বইয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন সেলিব্রিটিরা। সপরিবারে এসে ভোট দেন অমিতাভ বচ্চন। ভোট দিয়েছেন শাহরুখ, সলমন ও আমির খানও। স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুন ও মেয়ে সারাকে নিয়ে ভোট দেন সচিন তেন্ডুলকর। রেখা, করিনা কপূর, দীপিকা, প্রিয়ঙ্কারাও ভোট দেন।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট পড়ল ৬৪ শতাংশ, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সচিন, অমিতাভ, শাহরুখ, সলমন, আমিররা
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2019 09:27 PM (IST)
সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের আটটি আসনে। মোট ভোট পড়েছে ৭৬.৪৭ শতাংশ
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -